Sports

আজকের আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচ সরাসরি লাইভ অনলাইন, টিভি

আজকের আর্জেন্টিনা vs. কলম্বিয়া ম্যাচ সরাসরি লাইভ অনলাইন, টিভি

আজকের আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচ সরাসরি লাইভ অনলাইন, টিভি চ্যানেল ও অ্যাপসে কিভাবে দেখতে হবে সকলের জন্য শেয়ার করবো। ল্যাটিন আমেরিকার কোপা কাপের ৪৮ তম আসরের সমাপ্তি হতে চলেছে আর্জেন্টিনা, কলম্বিয়ার ফাইনালের মধ্য দিয়ে। ইতোমধ্যেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং কলম্বিয়া জাতীয় ফুটবল দল এবারের আসরে রয়েছে অপ্রতিরোধ্য।

কারণ এদিকে যেমন আর্জেন্টিনা এখন পর্যন্ত হারের স্বাদ গ্রহণ করেনি, প্রক্ষান্তরে কলম্বিয়াও রয়েছে অপরাজিত। এতে করেই আজকের আর্জেন্টিনা, কলম্বিয়া কোপা কাপের ফাইনাল হতে চলেছে রোমাঞ্চকর। আসুন জেনে ও দেখে নিই আর্জেন্টিনা vs কলম্বিয়া আজকের খেলা কবে, কখন কোথায় শুরু হবে এবং সরাসরি কোন টিভি চ্যানেল বা অনলাইনে প্রচার করবে ও লাইভ স্কোর আপডেট।

আর্জেন্টিনা vs কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল ২০২৪

বাংলাদেশ, ভারত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, ওমান সহ পৃথিবীর যেকোনো দেশেই প্রবাসী বাংলাদেশী থাক না কেন, সেখানে রয়েছে আর্জেন্টিনা দলের সমর্থক। এতে করে তারা উপভোগ করতে চাইবে, আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি ২০২৪। যে ম্যাচটি অর্থাৎ আর্জেন্টিনা বনাম কলম্বিয়া আজকের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় ১৫ জুলাই, ২০২৪ তারিখ (সোমবার) সকাল ৬ টায় অনুষ্ঠিত হবে, যা আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে হবে।

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফুটবল ম্যাচ লাইভ স্কোর আপডেট 2024

পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে চলেছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার কোপা আমেরিকার ফুটবল ম্যাচটি। এতে করে ২ দলের মধ্যকার লড়াই অনেকেই আপডেট জানতে চায়, কেউ বা সরাসরি মাঠে বসে আবার কেউ বা টিভি ও অনলাইনে দেখবে। তাই আমরাও আজকের আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি শুরুর প্রথমার্ধ হতে দ্বিতীয়ার্ধের সরাসরি লাইভ লাইভ স্কোর আপডেট থেকে সর্বশেষ খবর জানাবো। যার ফলে আপনার প্রিয় দল Argentina vs Colombia copa America ম্যাচের কোন মুহূর্তই মিস যাবে না বা হবে না।

কলম্বিয়া vs আর্জেন্টিনা আজকের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ফ্যানদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে, ১ ঘন্টা, ১৫ মিনিট দেরি হয়। অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৭ টা ১৫ মিনিটে শুরু হয়েছে।

live now আর্জেন্টিনা vs কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল খেলার লাইভ স্কোর

আজকের আর্জেন্টিনা বনাম কলম্বিয়া খেলা সরাসরি লাইভ অনলাইন, টিভিতে

আপনি কি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক? তবে সর্বদায় প্রিয় দল ম্যাচ গুলো উপভোগ করে থাকেন, কখনও বা টিভি সেটের সামনে আবার কখনও বা অনলাইনে অথবা মাঠে বসে। বাংলাদেশের এক মাত্র স্পোর্টস টেলিভিশন চ্যানেল টি’স্পোর্টসে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। তবে আপনি অন্য যেকোনো দেশ হতে অনলাইনে ফিফা+ টিভির সাবস্ক্রিপশন কেনার ও ফক্স স্পোর্টস ও ফুবো টিভির মাধ্যমে সরাসরি লাইভ এইচডি উপভোগ করতে পারবেন Argentina বনাম Colombia আজকের ফুটবল খেলাটি।

Academyresultbd

AcademyResultBD is the brainchild of an education enthusiast dedicated to simplifying academic success. Follow us on social media for real-time updates, news, and more.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button