Sports

বিপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচি পিক, ছবি ও দল (BPL Schedule 2024)

বিপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচি পিক, ছবি ও দল (BPL Match Schedule 2024)

বিপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচি পিক, ছবি ও দল (BPL Schedule 2024) দেখে নিন এক নজরে। আপনারা সকলেই জানেন যে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম তম আসর বসচ্ছে। এবারের আসর শুরু হবে ১৯ জানুয়ারি থেকে, যেখানে মোট ৭টি দল অংশ নিবে এমন এক তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলুন এই আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নিবো বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি, কোন দলের খেলা কবে, কখন ও কথা অনুষ্ঠিত হবে তার ফিক্সচার।

বিপিএল ২০২৪

অনেক অপেক্ষার পর মাঠে গড়াতে চলেছে বিপিএল এর দশম আসর, প্রথমে প্রেয়ার ড্রাফট, তারপর দল অনুযায়ী খেলোয়াড় তালিকা গঠন এবং সময়সূচি প্রকাশ। এবার ঢাকাসহ বাকি ৬টি দল তাদের দলের নাম বদল করেছে কারণ ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হয়েছে। তবে এবার আসরের বেশ কিছু নিয়মেরও পরিবর্তন হয়েছে, যেমন রিভিউ সিস্টেম প্রথম অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচ থেকেই রয়েছে, এছাড়াও হাইক্লাস ড্রোন ক্যামেরার ব্যবস্থা রয়েছে।

বিপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচি পিক, ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারও মোট ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ৩টি ভেন্যু হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আবনহ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। যেখানে বিপিএলের গ্রুপ পর্ব থেকে শুরু করে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ গুলো হবে। ১৯ জানুয়ারি ঢাকায় গ্রুপ পর্বের ম্যাচ, ২৫ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার এবং ১ মার্চ, ২০২৪ তারিখে ফাইনালের মধ্য দিয়ে ৪৭টি ম্যাচ দিয়ে পর্দা নামবে ১০ম আসরের। নিচের অংশ হতে এক নজরে দেখে নিন বিপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচি পিক, ছবি।

বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ (গ্রুপ পর্ব) BPL Point Table 2024

দ্বিতীয় রাউন্ড

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৬ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৮ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স ঢাকা সন্ধ্যা ৬টা ৩০

ফাইনাল

তারিখ

ম্যাচ

ভেন্যু

সময়

০১ মার্চ

প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল

ঢাকা

সন্ধ্যা ৬টা ৩০

ব্রাজিল বনাম ইংল্যান্ড খেলা কবে ২০২৪ বাংলাদেশ সময় হেড টু হেড ও লাইভ

BPL Match Schedule 2024

ইতোমধ্যেই উপরের টেবিলে আপনারা জেনে গেছেন বা দেখে নিয়েছেন ২০২৪ সালের বিপিএলের সময়সূচি। আশা করবো এবারের BPL এর প্রতিটি ম্যাচ হবে প্রতিযোগিতাপূর্ণ, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা যেমন বাহির হবে, তেমনভাবে বহির্বিশ্বের কাছে আমাদের ক্রিকেট মাথা তুলে দাড়াতে পারবে।

বিপিএল 2024 দল ও খেলোয়াড় তালিকা

2024 সালের বিপিএলে মোট দল সংখ্যা ৭টি প্রতিটি দলে দেশি খেলোয়াড় ২০ জন এবং বিদেশী খেলোয়াড় রয়েছে ১০ জন করে। এর মাঝে প্রতিটি ম্যাচে দেশি খেলোয়াড় খেলতে পারবে ৭ জন করে এবং বিদেশি খেলোয়াড় থাকবে ৪ জন করে। এছাড়াও বিপিএলের ৭টি দল যথা; কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্সের সাথে সাপোর্ট স্টাফ ও কোচ রয়েছেন।

Academyresultbd

AcademyResultBD is the brainchild of an education enthusiast dedicated to simplifying academic success. Follow us on social media for real-time updates, news, and more.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button