বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ (গ্রুপ পর্ব) BPL Point Table 2024
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ (গ্রুপ পর্ব ম্যাচ) BPL Point Table 2024
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ – BPL Point Table 2024 গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের প্রতিটি দলের অবস্থান জেনে নিন। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম তম আসর, ইতোমধ্যেই জমে উঠেছে টুর্নামেন্টটি। এবার বি পি এলের এই আসরে অংশ নিয়েছে মোট ৭টি দল, যাদের মাঝে শক্তিমত্তার দিক থেকে কোন দল পিছিয়ে নেই। আপনি যদি বিপিএলের উত্তাপ জানতে চান, তবে প্রতি খেলার যেমন দেখতে হবে, তেমনি ভাবে পয়েন্ট টেবিলের দিকেও নজর রাখতে হবে। কারণ ম্যাচ/ খেলা বা দিন শেষে পয়েন্ট টেবিলে যাদের অবস্থান উপরের দিকে তারাই টিকে থাকবে। তাই চলুন চলমান বিপিএল ২০২৪ এর ঢাকা, সিলেট, চট্টগ্রাম পর্বের খেলায় কোন দল পয়েন্ট টেবিলের কততম অবস্থানে রয়েছে।
বিপিএল ২০২৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতি বছর জানুয়ারি/ ফেব্রুয়ারিতে বসে এই টুর্নামেন্টটি, এবারও তার ধারাবাহিকতায় ২০২৪ সালের দশমতম আসরে অংশ নিয়েছে ৭টি দল। চলতি বছরের বিপিএল ২০২৪ শুরু হয়েছে গত ১৯ জানুয়ারি থেকে, যার গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নিয়ম নীতি অনুসরণ করে প্রণয়ন করা হবে বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল। ৭টি দলের মাঝে গ্রুপ পর্ব শেষ দ্বিতীয় রাউন্ডে যাবে মোট ৪টি দল। এর মাঝে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ জন যথাক্রমে এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) ম্যাচ পাবে যা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) ও দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) ম্যাচে মুখোমুখি হবে। তার আগে আমাদের জেনে নিতে হবে চলমান বিপিএলের পয়েন্ট টেবিল ২০২৪, যার প্রেক্ষিতে দল গুলো পরবর্তী পর্বের খেলায় অংশ নিতে পারবে।
বিপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল (গ্রুপ পর্ব)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মোট ৪৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে ৪৩টি। গ্রুপ পর্বের এই ম্যাচ গুলোই বলে দিবে, কোন দল পরের রাউন্ডে যাবে এবং বিপক্ষ কোন দলের সাথে খেলবে? কারণ গ্রুপ পর্বের ম্যাচ গুলোই টুর্নামেন্টের সৌন্দর্য নির্ধারণ করবে। নিচের অংশ হতে দেখে নিন বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল, যার দ্বারা বর্তমানে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল ও রংপুর।
টিম | ম্যাচ | জয় | পরাজয় | নেট রান রেট | পয়েন্ট | শেষ ৫ ম্যাচ |
রংপুর রাইডার্স | ১২ | ৯ | ৩ | +১.৪৩৮ | ১৮ | ☑️☑️☑️☑️❌ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১২ | ৮ | ৪ | +১.১৪৯ | ১৬ | ☑️❌☑️☑️☑️ |
ফরচুন বরিশাল | ১২ | ৭ | ৫ | +০.৪১৪ | ১৪ | ❌☑️☑️☑️☑️ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ১২ | ৭ | ৫ | -০.৪১০ | ১৪ | ☑️❌☑️☑️❌ |
খুলনা টাইগার্স | ১২ | ৫ | ৭ | -০.৪৪৭ | ১০ | ❌☑️☑️❌❌ |
সিলেট স্ট্রাইকার্স | ১২ | ৫ | ৭ | -০.৭৪৮ | ১০ | ❌☑️❌❌❌ |
দুর্দান্ত ঢাকা | ১২ | ১ | ১১ | -১.৪২০ | ২ | ❌❌❌❌❌ |
BPL Point Table 2024
BPL এবার মোট ৩টি স্টেডিয়ামে মাঠে গড়াছে ঢাকা মিরপুর শেরে-ই বাংলা, চট্টগ্রামের জহুর আহম্মেদ এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এখানে সেই দল গুলোই দাপটের সাথে টিকে যারা BPL Point Table 2024 এর শীর্ষ চারে অবস্থান করবে। তার জন্য প্রতিটি দলকে ১২টি ম্যাচের মধ্যে অন্তত ৫-৬টি ম্যাচে জয়লাভ করতে হবে।