এসএসসি বাংলা ২য় পত্র ফাইনাল সাজেশন ২০২৪ pdf (ব্যাকরণ, এমসিকিউ) সকল বোর্ড
এসএসসি বাংলা ২য় পত্র ফাইনাল সাজেশন ২০২৪ pdf (ব্যাকরণ ও এমসিকিউ) সকল বোর্ড
এসএসসি বাংলা ২য় পত্র ফাইনাল সাজেশন ২০২৪ pdf (ব্যাকরণ, এমসিকিউ) সকল বোর্ড পিডিএফ ডাউনলোড করে নিন। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়ে আরও একটু নতুন বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে উপস্থিত হলাম আমরা। আজকের আর্টিকেলে তুলে ধরবো এসএসসি বাংলা ২য় পত্রের ফাইনাল সাজেশন ২০২৪, যা থেকে ৯৯% কমন আশা করা যায়, যা সকল শিক্ষাবোর্ডের জন্য প্রযোজ্য। আপনারা ইতোমধ্যেই এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ পেয়েছেন, যা থেকে মূল পরীক্ষায় ভাল এক ধরণের প্রস্তুতি গ্রহণ করেছেন। এবার জেনে নেওয়া যাক এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন সাজেশন 2024 pdf ও ছবি আকারে।
এসএসসি বাংলা ২য় পত্র ফাইনাল সাজেশন ২০২৪ pdf
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৪ সালের পরীক্ষা ইতোমধ্যেই শুরু হয়েছে, যেখানে প্রথমদিনে আবশ্যিক বিষয় বাংলা ১ম পত্রের পরীক্ষা হয়। এবার আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ (রবিবার) বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের SSC বাংলা ১ম পত্রের ন্যায় ২য় পত্রের পরীক্ষাও পূর্ণ সিলেবাসের আলোকে নেওয়া হবে। এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে হাতে আর বেশি সময় নেয়, তাই পুরো ১০০ নম্বরের জন্য আমাদের শর্ট / ফাইনাল সাজেশন অনুসারন করুন। আশা করা যায় আপনি যদি এসএসসি বাংলা ২য় পত্র ফাইনাল সাজেশন ২০২৪ দেখে ও পড়ে যেতে পারেন তাহলে অনেক প্রশ্নই কমন পাবেন।
এসএসসি ইংরেজি ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৪ pdf (প্যাসেজ, লিখিত) সকল বোর্ড
এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৪ (ব্যাকরণ ও এমসিকিউ) সকল বোর্ড
বাংলা ২য় পত্র পরীক্ষা এবার মোট ১০০ নম্বরের মধ্যে নেওয়া হবে, যেখানে ২টি অংশে ভাগ করে এই পরীক্ষা হবে। যার প্রথম অংশে রয়েছে বহুনির্বাচনী এমসিকিউ এবং দ্বিতীয় অংশে ব্যাকরণ (লিখিত)। এসএসসি বাংলা ২য় পত্রের এমসিকিউ এবং লিখিত অংশের প্রশ্ন গুলো ব্যাকরণ অংশ হতেই প্রণয়ন করা হয়। তাই নিচের অংশ হতে এক পলকে চোখ বুলিয়ে নিন লিখিত অংশের কিছুর কমন উপযোগী প্রশ্নের উপর।
অনুচ্ছেদ রচনা লিখনঃ
১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি/ শহিদ দিবস ৯৯%
২. বৈশাখী মেলা
৩. স্বাধীনতা দিবস
৪. সুন্দরবন
৫. জাদুঘর
৬. কম্পিউটার
৭. জাতীয় পতাকা
সারাংশ লিখনঃ
১. অভাব আছে বলিয়া জগৎ
২. মানুষের মূল্য কোথায়?
৩. মাতৃস্নেহের তুলনা নাই
৪. বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ
৫. মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল
৬. তুমি বসন্তের কোকিল
৭. সমাজের কাজ কেবল মানুষকে
অথবা, সারমর্ম লিখনঃ
১. বসুমতী, কেন তুমি এতই কৃপণা
২. কোথায় স্বর্গ? কোথায় নরক?
৩. শৈশবে সদুপদেশ যাহার না রোচে
৪. ওরে নবীন ওরে আমার কাঁচা
৫. আসিতেছে শুভদিন
৬. ধন্য আশা কুহকিনী
৭. নিখিলের এত শোভা
৮. এসেছে নতুন শিশু
ভাব-সম্প্রসারণ লিখনঃ
১. মানুষদের বাঁচে তার কর্মপর মধ্যে, বয়সের মধ্যে নয়
২. ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ
৩. আপনি আচরি ধর্ম শিখাও অপরে
৪. অন্যায় যে করে আর অন্যায় যে সহে
৫. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
৬. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
৭. প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ৯৯%
৮. জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো
চিঠি পত্র / আবেদন পত্র লিখনঃ
১. স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি
২. সড়ক দূর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি
৩. পাঠাগার স্থাপনের জন্য আবেদন
৪. ছুটির জন্য আবেদন
৫. ব্যাংক ঋণের জন্য আবেদন
৬. সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন
প্রতিবেদন লিখনঃ
১. বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন
২. বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন
৩. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন
প্রবন্ধ রচনা লিখনঃ
১. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
২. বাংলাদেশের উৎসব
৩. ভাষা আন্দোলন / বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৪. অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ
৫. কৃষি উদ্যোক্তা
৬. বাংলাদেশের পর্যটন শিল্প
সংগ্রহীতঃ এডুকেশন ব্লগ২৪
এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) পিডিএফ
SSC Bangla 2nd Paper Suggestion 2024
SSC বাংলা ১ম এবং ২য় যেহেতু আবশ্যিক বিষয় তাই এই ২টি বিষয়ের গ্রেড একই সাথে করা হয়ে থাকে। তার কারণে বাংলা ১ম এর পাশাপাশি বাংলা ২য় পত্রেও ভাল রকমের প্রস্তুতি গ্রহণ করতে হবে পরীক্ষায় ভাল করতে চাইলে। তাই SSC Bangla 2nd Paper পরীক্ষার আগ মুহূর্তে দ্রুত উপরের Suggestion ফলো করুন, ধন্যবাদ। উল্লেখ্য যে, এই সাজেশন ঢাকা বোর্ড, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বোর্ডের জন্য প্রযোজ্য।