Notice

BOESL EPS UBT Registration Link 2024 > কোরিয়া লটারি আবেদন

BOESL EPS UBT Registration Link 2024 > কোরিয়া লটারি আবেদন করুন এখানে ক্লিক করে

BOESL EPS UBT Registration Link 2024 > কোরিয়া লটারি আবেদন করুন এখানে ক্লিক করে। ২০২৪ সালের বোয়েসেল কর্তৃক প্রকাশিত কোরিয়া লটারিতে আবেদন করতে যাওয়া আগ্রহী প্রার্থীদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এই আর্টিকেলটি। আপনারা ইতোমধ্যেই জানেন যে, গত ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ইপিএস কর্মসূচির আয়তায় দক্ষিণ কোরিয়ায় কর্মী নির্বাচনের লক্ষে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে চূড়ান্ত নিবন্ধন-২০২৪ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছেন। যার অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে ২০ ফেব্রুয়ারি, সকাল ১০ টা হতে এবং শেষ হবে ২১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বিকাল ৪ টায়। চলুন জেনে নিই কিভাবে BOESL EPS UBT Registration করবেন, কোন লিংকের মাধ্যমে।

BOESL EPS UBT Registration Link 2024 > কোরিয়া লটারি আবেদন

সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোরিয়া প্রজাতন্ত্র-এর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ভিত্তিতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মসূচির বাস্তবায়ন করা হয়। ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্তির জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে:

২। নিবন্ধনের ধাপ: এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন:

২.১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প- ১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন- ৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২.২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন (উৎপাদন শিল্প)।
২.৩। প্রার্থীরা যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
২.৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

অংশগ্রহণের যোগ্যতা

3.1। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;

৩.২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;

৩.৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, ১৯৮৫ হতে ফেব্রুয়ারি ২০, ২০০৬ এর মধ্যে হতে হবে);

৩.৪। পাসপোর্ট-এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে

৩.৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;

3.6। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;

৩.৭। উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

৩.৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;

৩.৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;

৩.১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;

৩.১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন;

৩.১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;

3.13। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং

৩.১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

কোরিয়ান ভাষা পারদর্শীতে অংশগ্রহণ প্রার্থীর বিবরণ :

৪.১। যারা সিবিটি/ইউবিটি ২০২২ ও 2023-এ কাংঙ্খিত নম্বর পেয়েও চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হতে পারেননি; ৪.২। যারা টিটিসিসহ সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ গ্রহণ করেছেন; ৪.৩। ক্ষেত্র বিশেষে যারা নিজ উদ্যোগে কোরীয় ভাষায় দক্ষতা অর্জন করেছেন;

বি. দ্র: ৩ ও ৪ নং ক্রমিকে বর্ণিত শর্ত বহির্ভূত কেউ আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

কোরিয়া অনলাইন নিবন্ধন যা যা লাগবে

১। প্রার্থী নিজের নাম ও জন্ম তারিখ
২। প্রার্থী জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
৩। প্রার্থী পাসপোর্ট এর স্ক্যান কপি
৪। প্রার্থী পাসপোর্ট সাইজের ছবি
৫। এসএসসি পাসের সাল
৬। ইমেইল এড্রেস
৭। মোবাইল নাম্বার
৮। মাতার নামঃ
৯। মায়ের জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ
১০। পিতার নাম
১১। পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ

কোরিয়া চূডান্ত নিবন্ধনের জন্য পদের সংখ্যা

এইচআরডি কোরিয়ার চাহিদা অনুযায়ী,নিম্নলিখিত দুই ধাপে মোট-৪৩০৫২ (চল্লিশ হাজার বায়ান্ন) প্রার্থীকে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সম্ভাব্য প্রার্থীদের সংখ্যা নিম্নরূপ:
1. কোরিয়ান ভাষার দক্ষতার বিশেষ ব্যবস্থায় ৩০,৬৫২ (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য- ৭৭৬০ এবং নির্মাণ-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
2. লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প)।
3. প্রার্থীরা যেকোনো পর্যায়ে আবেদন করতে পারবেন।
4. যদি কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করেন, তাহলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

বোয়েসেল কোরিয়া নিবন্ধনের জন্য পদ্ধতি

ধাপ: ইপিএস কোরিয়া ভাষা পরীক্ষার নিবন্ধন এর জন্য প্রার্থী গন প্রথমে আপনি অনলাইনে এই ওয়েবসাইটে eps.boesl.gov.bd প্রবেশ করুন।
এখানে পাসপোর্ট নাম্বার এবং একটি ক্যাপচার কোড লিখুন এবং পরবর্তীতে দাপের জন্য সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ: দ্বিতীয় ধাপে নিচের দেওয়া সকল তথ্য সঠিক ভাবে পূরন করুণ,
এখানে আপনার নাম, মায়ের নাম, মায়ের এনআইডি নম্বর, পিতার নাম, পিতার এনআইডি নম্বর, লিঙ্গ, আপনার জন্ম তারিখ। লিখুন।
যদি পিতা মাথা এইআইডি না থাকে তাহলে নিকট আত্নীয় কারো নাম লিখুন এবং সম্পর্ক লিখুন।

ধাপ ৩: প্রাথীর এনআইডি নম্বর, মোবাইল নম্বর, ইমেইল, পাসপোট স্ক্যান কপি, প্রাথীর রঙ্গিন ছবি স্ক্যান কপি, নিজ জেলা ও উপজেলা নির্বাচন করুণ।
কোরিয়া ভাষা কোথা শিখছেন তা নির্বাচন করে দিন এবং এসএসসি পরীক্ষার সাল নির্বাচন করুণ।
ভালো করে সকল তথ্য যাচাই করে এবং সাবমিট বাটনে ক্লিক করুণ।

ধাপ ৪:

আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে, এবার এখানে পাওয়া এপ্লিকেশন নাম্বারটি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিন।
বিকাশ এপস এর মাধ্যমে ৩৭৪০ টাকা এবং সার্ভিস চার্জ ৪২টাকা ৭২ পয়সা সহ প্রদান করুণ। ফি প্রদান সম্পূর্ণ হলে আপনি এপলিকেশন আইডি দিয়ে আবার ভিজিট করুণ দেখবেন প্রবেশ পত্র ডাউনলোড করার অপসান পাবেন। এখান থেকে প্রবেশ পত্র ডাউনলোড করে রাখুন।

Academyresultbd

AcademyResultBD is the brainchild of an education enthusiast dedicated to simplifying academic success. Follow us on social media for real-time updates, news, and more.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button