আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ কবে, সময়সূচি, লাইনআপ, পরিসংখ্যান, লাইভ
আর্জেন্টিনা vs কোস্টারিকা ম্যাচ কবে, সময়সূচি, লাইনআপ, পরিসংখ্যান, লাইভ
আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ কবে, সময়সূচি, লাইনআপ, পরিসংখ্যান ও লাইভ দেখায় উপায় জানুন। ফুটবলকে ভালোবাসেন সাথে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল যাদের আবেগে মিশে রয়েছে, তাদের সকলকে আমন্ত্রণ জানায় এই আর্টিকেলে।
৬ মাস বিরতির পর মাঠে ফিরেছে আর্জেন্টিনা দল, ইতোমধ্যেই গত ২৪ মার্চ এল সাল্ভাদরের বিপক্ষে ম্যাচ দিয়ে। ফিফা আন্তর্জাতিক প্রীতি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কোস্টারিকার বিপক্ষে। আসুন দেখে ও জেনে নিই আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ কবে, কখন ও কোথায়? সময়সূচি এবং সরাসরি লাইভ যেভাবে দেখবেন।
আর্জেন্টিনা বনাম কোস্টারিকা প্রীতি ম্যাচ কবে ২০২৪ সময়সূচি
বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে, ছিটিয়ে রয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অসংখ্য ফুটবল সমর্থক। যারা প্রতিনিয়ত খবর রাখে প্রিয় আর্জেন্টিনা দলের খেলার খবর কবে, কখন ও কোথায় অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালে মোট ৩টি প্রীতি ম্যাচ খেলবে, যার ১টি ম্যাচ ইতোমধ্যেই খেলে ফেলেছে। দ্বিতীয় খেলা বাংলাদেশ সময় অনুসারে আজ ২৭ মার্চ, ২০২৪ (বুধবার) সকাল ৮:৫০ টায় শুরু হবে, যা মেমোরিয়াল কলিজিয়াম ইউনাইটেড এয়ারলাইন্স স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস অনুস্থিত হবে।
আর্জেন্টিনা বনাম কোস্টারিকা প্রীতি ফুটবল লাইনআপ ও হেড টু হেড পরিসংখ্যান
বর্তমান ফিফা রাঙ্কিংয়ের টপে রয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল যাদের অবস্থান ১ নং। অপরদিকে ২ ধাপ পিছিয়ে কোস্টারিকা জাতীয় ফুটবল দল রয়েছে ৫৪ নম্বরে। এছাড়াও মুখোমুখি হেড টু হেড পরিসংখ্যানে ঢেড় পিছিয়ে রয়েছে কোস্টারিকা।
আর্জেন্টিনা, কোস্টারিকা এই পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে, যেখানে কোস্টারিকা কখনও জয়ের মুখ দেখেনি, অপরদিকে আর্জেন্টিনাড় ৪ জয়ের পর ২টি ম্যাচ ড্র হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার লাইনআপ হবে ৪-২-৩-১ এবং কোস্টারিকা রক্ষণ বিভাগ মজবুত করতে পারে তাদের লাইনআপ ৪-৪-২।
আর্জেন্টিনা Vs কোস্টারিকা ম্যাচ লাইভ দেখার উপায়
আপনি কি জানতে চান আর্জেন্টিনা vs. কোস্টারিকা (Argentina vs Costa Rica Match) আজকের খেলাটি কোথাও ও কিভাবে লাইন সরাসরি দেখতে পাবেন? আপনারা সকলেই অবগত আছেন যে, যেকোনো ম্যাচ সরাসরি লাইভ দেখাতে সম্প্রচার শর্ত ক্রয় করতে হয়। যা বাংলাদেশের কোন স্যাটেলাইট টিভি চ্যানেল করেনি তাই আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচটি দেখতে হলে আপনাকে অনলাইনে সনি লাইভ অ্যাপসের সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে।