আর্জেন্টিনা বনাম এল সালভাদর ম্যাচ কবে, সময়সূচি, লাইনআপ, পরিসংখ্যান, লাইভ
আর্জেন্টিনা vs এল সালভাদর ম্যাচ কবে, সময়সূচি, লাইনআপ, পরিসংখ্যান, লাইভ
আর্জেন্টিনা বনাম এল সালভাদর ম্যাচ কবে, সময়সূচি, লাইনআপ, পরিসংখ্যান ও সরাসরি লাইভ অলাইনে এবং টিভি চ্যানেলে দেখার নিয়ম জানুন। বাংলাদেশ সহ পুরো পৃথিবীর এমন কোন দেশ নেই যে, সেখানে লিওলেন মেসিদের তথা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক নেই। প্রায় পৃথিবীর সকল দেশের মানুষই আর্জেন্টিনার ছন্দময় ফুটবলকে ভালোবাসেন। সেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবার মুখোমুখি হতে চলেছে এল সালভাদরের বিপক্ষে। আসুন জেনে নিই আর্জেন্টিনা বনাম এল সালভাদর খেলা কবে, কখন ও কোথায়, যেভাবে সরাসরি লাইভ দেখা যাবে।
আর্জেন্টিনা বনাম এল সালভাদর প্রীতি ম্যাচ কবে, কখন ও কোথায় ২০২৪
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ৫টি ম্যাচের পর ২০২৪ সালে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। চলমান ফিফা উইন্ডোতে মূলত কোপা আমেরিকাকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে এল সালভাদর জাতীয় ফুটবল দলের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী ২৩ মার্চ, ২০২৪ তারিখ (শনিবার) সকাল ৬ টায় আর্জেন্টিনা বনাম এল সালভাদর ম্যাচটি লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড হল ফিলাডেলফিয়া, স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা বনাম এল সালভাদর প্রীতি ফুটবল খেলার লাইনআপ, হেড টু হেড পরিসংখ্যান
আপনারা জানেন যে, আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল যারা ২০২২ কাতার বিশ্বকাপ জয় করেছে ৩৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে। এছাড়াও ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর প্রথম রাউন্ড শেষে এখন তারা পয়েন্ট টেবিলের ১ম স্থানে অবস্থান করছে। এমত অবস্থান আর্জেন্টিনা খেলতে নামবে আমেরিকার দেশ এল সালভাদরের সাথে। এর আগে আর্জেন্টিনা ও এল সালভাদর মুখোমুখি বা হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আলবেসেলিস্তারা।
যেখানে আর্জেন্টিনা, এল সালভাদর নিজেদের মাঝে ২ বার মোকাবেলা করেছে, যার ২টি ম্যাচে জয় আর্জেন্টাইনদের। ছন্দময় ফুটবল থেকে শুরু করে সব দিক থেকে যোজন, যোজন এগিয়ে তারা যার কারণে এ ম্যাচে আর্জেন্টিনার লাইনআপ হবে ৪-৩-২-১ অপর দিকে এল সালভাদরের লাইনআপ হতে পারে রক্ষণাত্মক ৪-৪-২।
ম্যাচের ধরণঃ আন্তর্জাতিক প্রীতি
বাংলাদেশ সময়ঃ ২৩ মার্চ, ২০২৪ সকাল ৬ টা (শনিবার)
সৌদি আরব, কুয়েত ও কাতার সময়: ২৩ মার্চ, ২০২৪ তারিখ রাত ৩ টা (শনিবার)
আরব আমিরাত (দুবাই) ও ওমান সময়ঃ ২৩ মার্চ, ২০২৪ তারিখ ভোর ৪ টা (শনিবার)
মালয়েশিয়া ও সিঙ্গাপুর সময়ঃ ২৩ মার্চ, ২০২৪ তারিখ সকাল ৮ টা (শনিবার)
ইতালি সময়ঃ ২৩ মার্চ, ২০২৪ তারিখ রাত ১ টা (শনিবার)
যুক্তরাষ্ট্র (আমেরিকা) সময়ঃ ২২ মার্চ, ২০২৪ তারিখ রাত ১০ টা (শুক্রবার)
আর্জেন্টিনা Vs এল সালভাদর ম্যাচ লাইভ অনলাইন ও টিভি চ্যানেলে
যখন যেখানেই মেসি বাহিনী তথা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ম্যাচ বা খেলা থাক, সেটা মিস করেছে বাংলাদেশী সমর্থকেরা। তাই তো আর্জেন্টিনা Vs এল সালভাদর (Argentina vs El Salvador) কিভাবে ও কোথায় সরাসরি লাইভ দেখা যাবে, তা জানতে চায় আগ্রহী দর্শকরা। আপনারা যারা বাংলাদেশে অবস্থান তাদের জন্য জানাতে চায়, আর্জেন্টিনা বনাম এল সালভাদর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি দেশীয় কোন স্যাটেলাইট টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না।
পক্ষান্তরে আপনারা আর্জেন্টিনা ও এল সালভাদরের মধ্যকার খেলাটি অনলাইনে ফেসবুক, ইউটিউব এবং একই সাথে rabbitholebd, fifa+, sony LIV apps subscription শর্ত ক্রয় করে সরাসরি লাইভ উপভোগ করতে পারবেন।