BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন লিংক EPS অনলাইন রেজিস্ট্রেশন
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন লিংক EPS অনলাইন রেজিস্ট্রেশনের নিয়ম
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন লিংক EPS অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন জেনে নিন। আপনি কি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর মাধ্যমে কোরিয়ান লটারিতে অনলাইনে আবেদন করতে চান? বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৪ অনলাইন আবেদন রেজিস্ট্রেশন পদ্ধতি, ইপিএস রেজিস্ট্রেশন লিংক সহ কিভাবে বিকাশ দিয়ে পেমেন্ট করবেন তা পর্যায়ক্রমে তুলে ধরা হবে এই আর্টিকেলে।
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন লিংক
২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৪-৫ মার্চ তারিখ উম্মুক্ত পদ্ধতি (লটারি) অনলাইনে প্রাথমিক নিবন্ধন হবে। উক্ত নিবন্ধনে কোরিয়ান ভাষা জানা প্রার্থীদের অংশগ্রহণের জন্য পরামর্শ দেয়া হলো। কিন্তু অনেকেই রয়েছে যারা BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন লিংক খুঁজে পায় না বা সঠিক উপায় জানে না। এতে করে তারা বোয়েসেল দক্ষিণ কোরিয়া লটারিতে আবেদন করতে ভুগান্তিতে পরে।
বোয়েসেল দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ অনলাইন রেজিস্ট্রেশন
বোয়েসেল দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ অনলাইন রেজিস্ট্রেশন আগামী ৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৫ মার্চ ২০২৪ বিকাল ৫ টায় পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ চার্জ (অফেরতযোগ্য) বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ চাহিত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, পাসপোর্ট নম্বর, নিজ-পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য) পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
অর্থাৎ, এক্ষেত্রে আগে আপনার হালনাগাদ পাসপোর্টের জন্য উপরে বর্ণিত নিবন্ধন ফি প্রদান করে তারপর সংশ্লিষ্ট Transaction ID ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করতে হবে কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। ফলে আগামী ৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪.৩০ টার পর নির্ধারিত নিবন্ধন ফি বিকাশ গেটওয়ার মাধ্যমে প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।
eps.boesl.gov.bd ইপিএস রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৪
eps.boesl.gov.bd ইপিএস রেজিস্ট্রেশন পদ্ধতি জেনে আপনিও আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে, কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে নিশ্চিত করেছে তারা প্রতিবছর কোরিয়ান লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে। এতে করে প্রথমে বিশেষ পদ্ধতিতে কোরিয়ান ভাষা পারদর্শীদের এবং ২য় ধাপে ১২৪০০ জনকে নেওয়া হবে ইপিএস রেজিস্ট্রেশনের মাধ্যমে।
- প্রথমে, লিংকে ক্লিক করুন: BOESL EPS UBT Registration 2024
- একবার ওপেন হলে, “New Job Seeker Registration” বা “নতুন নিবন্ধন” বাটনে ক্লিক করুন।
- আপনার পাসপোর্ট নম্বর, ইমেইল ঠিকানা এবং সিকিউরিটি কোড প্রবেশ করান। তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- আপনার নিবন্ধনের বিস্তারিত পৃষ্ঠা খুলবে। এখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত দিতে হবে। আপনার সঠিক তথ্য প্রবেশ করান এবং নিবন্ধন ফরম সাবমিট করুন।
- এবার, নিবন্ধন ফরম জমা দেওয়ার পরে, আপনাকে আপনার ইমেইল ঠিকানায় একটি লিঙ্ক পাঠানো হবে।
- আপনার ইমেইল চেক করুন এবং লিঙ্কটি ফলো করুন।
- এবার, আপনার নিবন্ধ জন্য ভিজিট করুণ এখানে রেজিস্টেশন অনলাইন
বোয়েসেল (BOESL) পেমেন্ট বিকাশ কিভাবে করবেন?
অনলাইন প্রাথমিক নিবন্ধন (লটারি) পদ্ধতিতে বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি ৫০০/- টাকা প্রদানের পদ্ধতি। এক্ষেত্রে প্রথমে এই পদ্ধতিতে ফি প্রদান করে নিবন্ধন সাইটে বিকাশের Transaction ID দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে :
অ্যাপ দিয়ে যেভাবে পেমেন্ট বিকাশ করবেন:
- বিকাশ অ্যাপ থেকে আরো দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন
- ট্রেনিং ট্যাপ করে BOESL সিলেক্ট করুন
- আপনার সঠিক পাসপোর্ট নাম্বার দিন এবং পরবর্তী ধাপে যান
- আপনার পেমেন্ট-এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান
- আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন
- পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
- পেমেন্ট দেয়া সম্পন্ন হলে কনফার্মেশন পাবেন
- অ্যাপে দেখে নিতে পারেন পেমেন্টের ডিজিটাল রিসিট
দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন করার নিয়ম
শুরু হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৪ আবেদন জেনে নিন নিয়ম সমূহ। যা শুরু হবে ৪ মার্চ, ২০২৪ তারিখ (সোমবার) সকাল ১০ টায় এবং শেষ হবে ৫ মার্চ, ২০২৪ তারিখ (মঙ্গলবার) বিকাল ৫ টায়। অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ১২৪০০ (বার হাজার চারশ)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী ৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন।
লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ বোয়েসেলএর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ২৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৭ মে হতে ২১ জুন ২০২৪ তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৪ তারিখ বোয়েসেল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে যথাসময়ে প্রচার করা হবে।