ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪ (সেশন ১৮-১৯) CGPA সহ
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪ (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) CGPA সহ
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪ (সেশন ১৮-১৯) CGPA সহ দেখে নিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ প্রকাশ সংক্রান্ত এই আর্টিকেলে সকলকে জানায় আমন্ত্রণ। আপনি কি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ তথা সেশনের ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন? যদি আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ সূচক হয় তবে এখন আপনি এনইউ ডিগ্রি ৩য়, চূড়ান্ত, শেষ বা ফাইনাল ইয়ারের রেজাল্ট কবে দিবে জানতে চান। আমরা এই আর্টিকেলে এক, এক করে তুলে ধরবো ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম অনলাইনে ও এসএমএসে লিংক সহ।
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১৮-২০১৯ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষের পরীক্ষা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। যা শুরু হয়েছিল গত ২০ সেপ্টেম্বর থেকে এবং টানা দেড় মাসব্যাপী চলে শেষ হয় গত ১৪ নভেম্বর, ২০২৩ তারিখে। এরপর শুরু হয় বিভিন্ন বিভাগের প্রাক্টিকাল তথা ব্যবহারিক পরীক্ষা, যার সম্পন্ন হবার পর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের অপেক্ষায় রয়েছে। জা’বি ডিগ্রি চূড়ান্ত বর্ষের পরীক্ষায় মোট ৪টি শাখা রয়েছে যথা; বি.এ, বি.বি.এস, বি.এস.সি ও বি.এস.এস। আশা করা যাচ্ছে পরীক্ষা গ্রহণের ৩ মাসের মধ্যে ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হবে, যা আমাদের ওয়েবসাইটে পাবেন।
ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ (সেশন ১৮-১৯) CGPA সহ
১৮-১৯ সেশনে NU ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা শেষে শিক্ষার্থী সহ তাদের অভিভাবকরা এখন রেজাল্টের অপেক্ষায়। কারণ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স মোট ৩টি বর্ষ রয়েছে, যেখানে এটিই শেষ তথা চূড়ান্ত বছর। কোন শিক্ষার্থী যদি ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে তাহলে তার ১ বছর লজ যাবে, পক্ষান্তরে ৩য় বর্ষের পরীক্ষায় সফলতার সাথে পাস করতে পারলে অপরদিকে ১ম এবং ২য় বর্ষের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকে তাহলে সিজিপিএ/ CGPA রেজাল্ট পাবে। উল্লেখ্য যে, ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ সেশন ১৮-১৯ প্রকাশের ১ সপ্তাহ পরে সিজিপিএ রেজাল্ট/ ফলাফল দেওয়া হবে।
ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল দেখার নিয়ম ২০২৪
আপনি কি ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল দেখার নিয়ম জানতে চান? এমন অনেক শিক্ষার্থীই রয়েছে যারা জানে না সঠিক নিয়মকানুন। তাই এই অংশে আমরা তুলে ধরবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট 2024 দেখার নিয়ম অনলাইনে ও এসএমএসের মাধ্যমে। যাতে করে ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশের পর দ্রুতই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারেন।
NU ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম অনলাইন ও এসএমএস
অনলাইনে রেজাল্ট দেখার লিংক
অনালাইনের মাধ্যমে খুবই তারাতারি ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের অফিচিয়াল ওয়েবসাইট থেকে।
প্রথমেই জা’বি এর এই ওয়েবসাইটটি ভিজিট করুনঃ www.results.nu.ac.bd
এবার ডিগ্রি অপশনে ক্লিক করে ৩য় বর্ষে যান
তারপর পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন, সন দিয়ে ক্যাপচা কোডটি সমাধান করুন
শেষ ধাপে রেজাল্ট অনুসন্ধান‘ বাটুনে ক্লিক করুন’
মোবাইল এসএমএসে
মোবাইল এসএমএসের মাধ্যমে ওয়েবসাইটের সার্ভার লোড এড়িয়ে জানা যাবে ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট কিছু নিয়মনীতি অনুসরণ করে।
প্রথমেই আপনার মোবাইলের এসএমএসে অপশনে যান
এবার টাইপ করুন NU স্পেস DEG স্পেস ROLL no লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
উদাহরণঃ NU DEG 123456789 and Send to 16222.