প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস, ঈদুল ফিতরের শুভেচ্ছা, ক্যাপশন, মেসেজ, পিক
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস, ঈদুল ফিতরের শুভেচ্ছা, ক্যাপশন, মেসেজ, পিক ২০২৪
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস, ঈদুল ফিতরের শুভেচ্ছা, ক্যাপশন, মেসেজ, পিক, ছবি, উক্তি, বাণী সংগ্রহ করে নিন। বাংলাদেশী সকল প্রবাসী ভাই ও বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই আর্টিকেলটি। আমরা জানি যে, প্রবাস জীবন অনেক কষ্টের হয়ে থাকে। কারণ সেখানে পরিবার ছাড়াই ঈদের মতো বিশেষ দিনটি বা উৎসব পালন করতে হয়। বছর ঘুরে মুসলিমদের জন্য এই ২টি ঈদ আসে, সেখানেও প্রবাসীদের অনেক দূরে থাকতে হয় কখনও বা অর্থ উপার্জনে কর্মক্ষেত্রে আবার কখনও বা শিক্ষার জন্য। চলুন এই অংশ হতে জেনে নিই প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, শুভেচ্ছা বার্তা, মেসেজ, এসএমএস, উক্তি ও বাণী।
প্রবাসীদের ঈদ ২০২৪
কষ্টের মাঝে জীবন পরিচালিত করার আরেক নাম প্রবাস জীবন, কারণ সেখানে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী কেউ থাকে না। যার কারণে পবিত্র ঈদের দিনেও নিজেকে একা ঈদ করতে হয় পরিবার বা ফ্যামিলি ছাড়া। আমরা জানি যে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি কিন্তু এই কথাটি প্রবাসীদের জন্য একদম উল্টো, কারণ তারা তাদের আনন্দ গুলো প্রিয় মানুষদের সাথে ভাগ করে নিতে পারে না, এটা তাদের জন্য যেমন বেদনাদায়ক তেমনি ভাবে তাদের পরিবারের জন্যও একই রকম। অনেকে রয়েছে যারা আগের বছর দেশে ছিল, কিন্তু ২০২৪ সালের ঈদ প্রবাসে করতে হচ্চে।
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
যদি বলা হয় দিন শেষে কষ্টের মাঝে এমন কে রয়েছে তবে হয়ত সেখানে প্রবাসীদের নামও এসবে। কারণ তারা দেশের বাহিরে গিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিজের দেশ ও পরিবারের জন্য অর্থ উপার্জন করে। কিন্তু তারা যে এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এমন কি বছরের পর বছর কাটিয়ে দেয় প্রবাসী হিসেবে, ঈদের দিনে তাদের অনেক কষ্টে কাটে পরিবার ছাড়া ঈদ পালনে। তাই প্রবাসীরা নিজদের কষ্টের কথা জানিয়ে ঈদের স্ট্যাটাস বা ক্যাপশন শেয়ার করতে চায়, মনের লুকানো বেদনা জানিয়ে। যার কারণে এ অংশে দেওয়া হল প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন যা ফেসবুকে পোস্ট করতে পারেন।
🌙
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাছিরা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা’
প্রবাসীদের ঈদ খুব কষ্টের, আমাদের দেশের জন্য যারা পরিশ্রম করছে, রেমিটেন্স এ প্রতিবারই রের্কড করছে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক।
বুকে কষ্ট চেপে মুখে চাঁদের হাসি এরই নাম হয়তো প্রবাসী; ঈদ মোবারক
আসলে প্রবাসীদের ঈদ মোবারক জানানোর কেও নেই! তবুই মন থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো
প্রবাসীদের ঈদ মানেই সারাদিন লম্বা একটা ঘুম, ডিউটি করে কত প্রবাসী, ঈদের দিনে নেয় ছুটি, মাথার ঘাম পায়ে ফেলে যোগায় আহার রুটি। প্রবাসীদের ঈদ থাকলেও নিয়ে ঈদের আনন্দ যে নাই!
পরিবার ছাড়া প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা, মেসেজ
আমাদের মুসলিমদের জন্য রয়েছে বছরে ২টি ঈদের দিন, যথা; ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এই উৎসব দুটি আমরা পরিবারের সকলের সাথে কাটাতে ভালোবাসি, কারণ সবাই এক সাথে থাকলে তবেই আনন্দ, মজা। কিন্তু আমাদের মাঝে যখন পবিত্র ঈদুল ফিতর অবস্থান করছে, তখন প্রিয় মানুষটি দূর প্রবাসে পরে রয়েছে কাজের জন্য। যার কারণে দেশে থাকা ভাই, বোন, মা, বাবা, স্ত্রী, সন্তানরা তাদের প্রিয় মানুষটিকে খুব বেশি মিস করতে থাকে, এমন কি কষ্টের কারণে কান্না করে। ঠিক একই ভাবে প্রবাসীরা তাদের পরিবারের প্রিয় সদস্যকে একই ভাবে মিস করে, তাদের সাথে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শুভেচ্ছা বার্তা, মেসেজ, এসএমএস চেয়ে থাকে, যা নিচের অংশে দেওয়া হল।
রোজার এই ঈদে আল্লাহ আপনাকে সর্বোত্তম রিজিক দান করুন।
দেশ, বিদেশে সকল বাবা মা ভাই বোনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
প্রিয়জন ছাড়া ঈদ সত্যিই খুবই কষ্টের!
পৃথিবীতে প্রবাসের কষ্টটা একটু অন্য ধরনেরই
সবাইকে ঈদের শুভেচ্ছা
প্রবাসীদের ঈদ মানে,
একটা লম্বা একটা ঘুম
প্রবাসীদের ঈদ মানে,
এই তো পাশের রুম
সবাইকে ঈদ মোবারক
প্রবাসীদের রোজার ঈদের ক্যাপশন, বাণী ও পিক ডাউনলোড
আপনি কি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন! তবে এই আর্টিকেলটি বিশেষ ভাবে আপনার জন্যই সাজানো হয়েছে। কারণ এ অংশে আমরা প্রবাসীদের রোজার বা রমজানের ঈদের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী, ছবি ও পিক তুলে ধরেছি। যাতে করে প্রবাসী প্রিয় ভাইয়েরা তাদের ঈদুল ফিতরের বা রোজার ঈদের আনন্দ গুলো দেশে থাকা পরিবারের সাথে ভাগ করে নিতে পারে।
যেখানে নেই মা, বাবা, আত্নীয়স্বজন সেখানে নেই কোন আনন্দ। তাহলে কিসের ঈদ?
আল্লাহর পছন্দনীয় আশীর্বাদ আপনার জীবনকে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ করুক! আমার সকল প্রবাসী ভাই/ বন্ধুদের ঈদ মোবারক!
সবাইকে ঈদ মোবারক। এই ঈদে আসুন আমরা আরও দুআ করি, আমাদের আশেপাশের অসহায়দের সাথে আরও বেশি ভালবাসি এবং আনন্দ ভাগ করি। পরিবারের সাথে দিনটি উপভোগ করুন ঘরে থাকুন নিরাপদে থাকুন।
আপনাকে একটি আনন্দদায়ক ঈদের শুভেচ্ছা, আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন, আপনার জীবনে আনন্দ আনুন। শুভ ঈদুল ফিতর মোবারক
রেমিট্যান্স যোদ্ধাদের জানায় পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা, যারা নিজদের জীবনের সুন্দর সময় অতিবাহিত করে দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত। যার মাধ্যমে প্রতিবছর দেশে হাজার, হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠান । যা দেশের সার্বিক কল্যাণে সহযোগিতা করে এবং দেশ ধাপে ধাপে ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাপিত হচ্ছে। তাই পরিবার ছেড়ে প্রবাসে বসবাসরত সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।