আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ (গ্রুপ পর্ব) IPL Point Table 2024
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ (গ্রুপ পর্ব) IPL Point Table 2024 | IPL Standings | IPL Ranking
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ (গ্রুপ পর্ব) IPL Point Table 2024 দেখে ও জেনে নিন। ক্রিকেট পাগল বাঙ্গালীদের স্বাগত জানিয়ে শুরু করছি আপনারা অবগত আছেন যে, শুরু হয়েছে ২০২৪ সালের টাটা আইপিএল। এবারের আইপিএল ২০২৪ ১৭ তম আসর, এর আগে মোট ১৬টি আসরের খেলা সম্পন্ন হয়েছে। আইসিসি ক্রিকেট টুর্নামেন্টের পর পৃথিবীর সব থেকে বড় মেগা আসর বা ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের ১৪০ কোটি প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ পৃথিবীর সকল ক্রিকেট প্রেমীর নজর থাকে এই লীগের দিকে। তাই আপনি যদি টাটা আইপিএল ২০২৪ এর আমেজ নিতে চান, প্রতিদিনের ম্যাচ দেখার পাশাপাশি জেনে নিতে হবে সমর্থক করা দলের পয়েন্ট টেবিলের অবস্থান।
আইপিএল ২০২৪
ইতোমধ্যেই জেনেছেন টিআরপি’এর দিক থেকে লা লিগা, চ্যাম্পিয়ন লিগ ফুটবলের পর সব থেকে জনপ্রিয় আসর হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। প্রতি বছর মার্চের ৩ সপ্তাহে বসে আইপিএলের আসর যা এপ্রিল ও মে প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। এছাড়াও মৌসুম শুরু হবার ৪ মাস আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রেয়ার ড্রাফট ও নিলাম অনুষ্ঠিত হয়।
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪
যেহেতু আইপিএল একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ তারপরও অনেক কিছুর আইন রয়েছে তাদের নিজেদের মতো। তবে পয়েন্ট টেবিল বা ম্যাচ শেষে পয়েন্ট প্রণয়ন পদ্ধতি আইসিসির নীতি বা নিয়ম মেনে করা হয় থাকে। বিগত বছরের ন্যায় এবারও আইপিএল ২০২৪ মোট ১০টি দল অংশ গ্রহণ করেছে, যেখানে গ্রুপ পর্ব, প্লে অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০টি দলের মাঝে গ্রুপ পর্ব শেষ ২য় রাউন্ডে যাবে মোট ৪টি দল। যার মাঝে পয়েন্ট টেবিলের শীর্ষ ২টি দল যথাক্রমে এলিমিনেটর (৩য় দল বনাম ৪র্থ দল) ম্যাচ পাবে যা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল এবং ১ম কোয়ালিফায়ার (প্রথম দল বনাম ২য় দল) ও ২য় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) ম্যাচে মুখোমুখি হবে। কিন্তু তার আগে জেনে নিতে হবে ১০টি দলের মধ্যে কোন ৪টি দল আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ অনুসারে ১, ২, ৩ ও ৪ নম্বরে অবস্থান করছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল (গ্রুপ পর্ব)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে আপনাকে স্বাগতম, মেগা আসরের ১৭ তম টুর্নামেন্টের পর্দা উঠেছে গত ২২ মার্চ, ২০২৪ (শুক্রবার) সিএসকে ও আরসিবি এর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে। বিসিসিআই ইতোমধ্যেই আইপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করেছে। যদিও প্রথমে আইপিএল ২০২৪ এর প্রথম ১৫ দিনের ম্যাচের সূচি ঘোষণা করেছিল (ভারতীয় জাতীয় নির্বাচনের কথা বিবেচনায়)। যেহেতু গ্রুপ পর্বের শীর্ষ ৪টি দল পরবর্তী পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। যার কারণে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের অবস্থান হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ইতোমধ্যেই জমে উঠেছে লড়াই। নিচের অংশ হতে এক, এক করে জেনে নিন আইপিএলের ১০টি দলের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান।
ক্রমিক | টিম | ম্যাচ | জয় | পরাজয় | নেট রান সেট | পয়েন্ট |
১ | চেন্নাই সুপার কিংস | ১ | ১ | ০ | +০.৭৭৯ | ২ |
২ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১ | ০ | ১ | -০.৭৭৯ | ০ |
৩ | দিল্লি ক্যাপিটালস | ০ | ০ | ০ | ০ | ০ |
৪ | গুজরাট টাইটানস | ০ | ০ | ০ | ০ | |
৫ | কলকাতা নাইট রাইডার্স | ০ | ০ | ০ | ০ | ০ |
৬ | লখনউ সুপার জায়ান্টস | ০ | ০ | ০ | ০ | ০ |
৭ | মুম্বাই ইন্ডিয়ান্স | ০ | ০ | ০ | ০ | ০ |
৮ | পাঞ্জাব কিংস | ০ | ০ | ০ | ০ | ০ |
৯ | রাজস্থান রয়্যালস | ০ | ০ | ০ | ০ | ০ |
১০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ০ | ০ | ০ | ০ | ০ |
IPL Point Table 2024
IPL Point Table 2024 উপরের অংশের টেবিলে প্রতিদিনের ম্যাচ শেষ আপডেট করা হবে। এবারের আইপিএলের ১৭ তম আসরের খেলা বা ম্যাচ মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে করে প্রতিটি ম্যাচে একেকটি দল স্বাগতিক দল হিসেবে নিজেদের হোম গ্রাউন্ড বা ভেন্যুতে খেলবে, অপর দল হবে সফরকারী। উল্লেখ্য যে, মোট ২টি গ্রুপে ভাগ করা হয়েছে এবারের আইপিএলের দল গুলোকে, যারা একে অপরের সাথে ১টি করে এবং পরবর্তীতে নিজে গ্রুপের দল গুলোর সাথে ১টি করে সহ মোট ১২টি ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বের খেলায়।