Admission Result

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি ফলাফল ২০২৪ (সকল শিফট) রেজাল্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি ফলাফল ২০২৪ (সকল শিফট) জাবি ক ইউনিট রেজাল্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি ফলাফল ২০২৪ (সকল শিফট) জাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট জেনে নিন। সবাইকে ওয়েলকাম করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বা রেজাল্ট বিষয়ক এই আর্টিকেলে। আপনি কি চলতি বছরের এ বা ক ইউনিট হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই এখন জানতে চান রেজাল্ট বা ফল কবে, কখন প্রকাশ করা হবে? এবং কিভাবে তা জানা যাবে। চলুন নিচের অংশ হতে একে, একে জেনে নিবো Jahangirnagar University A Unit Admission Result 2024 মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশের তারিখ ও PDF ডাউনলোডের উপায় সমূহ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি ফলাফল ২০২৪

গত ২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। যেখানে প্রথমদিলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের পরীক্ষা মোট ৫টি শিফটে গ্রহণ করা হয়। যার প্রথম ৩টি শিফটে ছাত্রীদের পরীক্ষা সকাল ৯ টা হতে ১০ টা প্রথম শিফট, দ্বিতীয় শিফট সকাল ১০ টা ২৫ হতে বেলা ১১ টা ২৫ এবং বেলা ১১ টা ৫০ হতে ১২ টা ৫০ তৃতীয় শিফট। এছাড়াও ছাত্রদের পরীক্ষা যথাক্রমে ৪র্থ শিফটে ১ টা ৫০ হতে ২ টা ৫০, ৫ম শিফটে ৩ টা ১৫ হতে ৪ টা ১৫ এবং শেষের শিফটে বিকাল ৪ টা ৪০ হতে ৫ টা ৪০ পর্যন্ত গ্রহণ করা হয়েছে। জাবির এ ইউনিটের সকল শিফটের ভর্তি পরীক্ষা শেষে, এখন উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান, যা দ্রুত সম্পন্ন হলে ফলাফল প্রকাশ করা হবে।

জাবি ‘এ’ ইউনিটের রেজাল্ট ২০২৪ pdf

জাবি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক তথা ক ইউনিটে মোট ৩টি অনুষদ রয়েছে; গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি)। এ ইউনিটের অধীনে এই সকল অনুষদে এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬১ হাজার ৮৬৪ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৫ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৭৯৩ জন। সে হিসাবে এবারের এ ইউনিটের পাসের হার ৬৩ দশমিক ৯৮। ফলাফলে ৪৪৬টি আসনের বিপরীতে ১০ গুণ বেশি পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। নিচের অংশ হতে জাবি এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট pdf ডাউনলোড করে নিন।

ইউনিট: ইউনিট / ইনস্টিটিউট
A
ইউনিট
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি Male Merit
Female Merit

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ pdf (মেধা ও অপেক্ষমান ফলাফল)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি ফলাফল দেখার নিয়ম

JU বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল জানতে পারবেন তাদের ভর্তি বিষয়ক অফিচিয়াল ওয়েবসাইট ju-admission.org এবং juniv.edu/admission থেকে জানা যাবে।

Academyresultbd

AcademyResultBD is the brainchild of an education enthusiast dedicated to simplifying academic success. Follow us on social media for real-time updates, news, and more.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button