লাইলাতুল কদরের দোয়া,আরবি,বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত
লাইলাতুল কদরের দোয়া, বাংলা উচ্চারণ, অনুবাদ অর্থ ওগুরুত্ব
লাইলাতুল কদরের দোয়া,আরবি,বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত দেখুন। শবে কদরের দোয়া অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল। আমরা সকল মুসলিম জানি শবে কদরের রাত হাজার বছরের চেয়েও অতি উত্তম একটি রাত। এ রাতে আমরা লাইলাতুল কদরের আশায় দোয়া পাঠ করে থাকি। এই মুহূর্তে যারা লাইলাতুল কদরের দোয়া আরবি বাংলা উচ্চারণ এবং গুরুত্ব ও ফজিলত দেখতে চাইছেন তাহলে আমাদের আর্টিকেলটির সাথেই থাকুন।
লাইলাতুল কদরের দোয়া আরবি
আপনি কি এই মুহূর্তে লাইলাতুল কদরের দোয়া আরবিতে দেখতে চাচ্ছেন। যদি আরবিতে কদরের দোয়া দেখতে চান তাহলে আমাদের নিচে প্রকাশ করা হলো।
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْ
فُ عَنِّي
লাইলাতুল কদরের দোয়া বাংলা উচ্চারণ অনুবাদ ও অর্থ
রমজান মাসে আমরা একটি মাস সিয়াম পালন করে থাকি। যেখানে ২০ টি সিয়াম অতিবাহিত হওয়ার পর বাকি দশটি সিএম এর মধ্যে বিজোড় পাঁচটি রাত আমরা আল্লাহর নিকট লাইলাতুল কদরের আশায় এবাদত করে থাকি। যার পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশও সারা বিশ্বে ২৭ শে রমজান লাইলাতুল কদর তালাশ করে থাকে। তাই সকল বাকিরা আজকে লাইলাতুল কদরের দোয়া বাংলা উচ্চারণ সহ অনুবাদ এবং অর্থ দেখতে চাই। যার জন্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলা উচ্চারণ অনুবাদ ও অর্থ আপনাদের উদ্দেশ্যে দেওয়া হল।
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফা’অফু আন্নি।’
অর্থঃ
হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)।
শবে কদরের দোয়া আরবি উচ্চারনঃ
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
শবে কদরের দোয়া বাংলায় উচ্চারনঃ
সুবহানাল্লাহি ওয়াল্ হাম্দু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
শবে কদরের দোয়া বাংলা অর্থঃ আমি আল্লাহতায়ালার গুণকীর্তন করছি, সমস্ত প্রশংসা আল্লাহতায়ালার জন্য, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ (শিক্ষাবর্ষ ২১-২২) মার্কশিট সহ
লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত
মাহে রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ এ পাঁচটি রাতের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদর তালাশ করতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে আমরা যে ২৭ তারিখ আনুষ্ঠানিকভাবে লাইলাতুল কদর পালন করি এর ভিত্তি কী? প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এ রাতের ব্যাপারে আরও নির্দিষ্ট করে বলছেন: তোমাদের মধ্যে কেউ যদি অক্ষম হয় বা দুর্বল থাকে তাহলে সে যেন ২৭ রমজানের রজনীকে লাইলাতুল কদর বলে বিবেচনা করে ইবাদত করে। মুসলিম: ১১৬৫
হযরত উবাই ইবনে কা’ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ২৭ রমজানকে লাইলাতুল কদর বিবেচনা করে ইবাদত করতে বলেছেন।
হাদিসে আছে, ‘রমাযানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ করো। ’ (বোখারি ২০২০ মুসলিম :১১৬৯)
এবং রমজানের শেষ সাত দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর। যেমন হাদিসে আছে, তোমরা রমাযানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজ করো। (বোখারি: ২০১৭