মাস্টার্স শেষ বর্ষের রেজাল্ট ২০২৪ (সেশন ২০-২১) সিজিপিএ মার্কশিটসহ
[সার্ভার লোড ছাড়াই দেখা যাচ্ছে] মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট ২০২৪ সিজিপিএ মার্কশিটসহ
মাস্টার্স শেষ বর্ষের রেজাল্ট ২০২৪ সিজিপিএ মার্কশিটসহ জানন ও দেখুন এখানে হতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের রেজাল্ট ২০২৪ এর অপেক্ষায় ছিলেন লক্ষাধিক শিক্ষার্থী। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা যা দেড় মাস ব্যাপী চলে শেষ হয়েছে ২ এপ্রিল, ২০২৪ তারিখে। এবার পালা মাস্টার শেষ পর্ব রেজাল্ট প্রকাশের। এই পোস্টটি আমরা আমন্ত্রণ জানাচ্ছি তাদের, যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখানে তুলে ধরা হবে মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট ২০২৪ সিজিপিএ মার্কশিট সহ। এবং একই সাথে জানা যাবে কিভাবে অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে মাস্টার্স রেজাল্ট দেখবেন তার নিয়মাবলী।
মাস্টার্স শেষ বর্ষের রেজাল্ট ২০২৪
জাবি মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হয়েছে যা আজ ১৪ জুলাই তারিখ রোজ রবিবার বিকাল ৪ টায় জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশের মাধ্যমে এই তথ্য তুলে ধরে। যেখানে উল্লেখ করা হয় মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট প্রকাশ করা হয়েছে যা ওয়েবসাইটে জানা যাবে রাত আটটা হতে। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএ, এমএসএস, এমবিএস এবং এমএসসি নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন শিক্ষার্থীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১ লাখ ৪৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। যার মাঝে ৮৭% গড়ে উত্তীর্ণ হয়েছে মোট ১ লাখ ১৮ হাজার ১২১ জন শিক্ষার্থী।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট ২০২৪ সিজিপিএ মার্কশিটসহ
আপনি কি NU মাস্টার শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট পেতে এখানে অবস্থান করছেন? তাহলে একদম সঠিক স্থানে এসেছেন। কেননা এখানে তুলে ধরা হবে এন ইউ মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট ২০২৪ সিজিপিএ ও মার্কশিট সহ। এতে করে আপনারা খুব সহজেই কিছু নিয়ম নীতি অনুসরণ করে দেখতে পারবেন আপনার মাস্টার শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট। যাতে একই সাথে জানা যাবে ফলাফলের মার্কশিট সহ প্রাপ্ত সিজিপিএ।
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ফাইনাল ইয়ার ফলাফল 2024
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-১৬ নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন শিক্ষার্থীরা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করে। যারা ইতো পূর্বেই প্রিলিমিনারি টু মাস্টার্স বা প্রাথমিক মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। এবং পরবর্তী ধাপে তারা মাস্টার্স ফাইনাল ইয়ার বা শেষ পর্বের পরীক্ষায় অংশ নেই যার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা বাংলাদেশের লেখাপড়ার ধাপ পূর্ণ করল।
NU অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম অনলাইন, এসএমএসে
যেভাবে দেখা যাবে NU মাস্টার্স শেষ বর্ষের রেজাল্ট
কিভাবে দেখবেন আপনার এনইউ মাস্টার শেষ পর্বের রেজাল্ট তা অনেকেরই অজানা রয়েছে। অনলাইন এবং মোবাইল এসএমএস এ দুটি পদ্ধতি ব্যবহার করে আপনি সহজেই দেখতে পারবেন আপনার মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার রেজাল্ট, নিচে নিয়ম গুলো তুলে ধরা হলো।
অনলাইনে,
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটঃ nu.ac.bd/results দেখুন।
- মাস্টার্স অপশনে প্রবেশ করুন।
- “মাস্টার্স ফাইনাল” বিকল্পটি লিখুন।
- পরীক্ষার রোল (ঐচ্ছিক) এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
- পরীক্ষার বছর হিসেবে 2020 লিখুন।
- ক্যাপচা কোডটি সঠিক লিখুন।
- ফলাফল দেখতে ‘অনুসন্ধান ফলাফল’ বোতামে ক্লিক করুন।
এসএমএসের মাধ্যমে,
আপনার মোবাইল ফোন মেসেজ অপশনে যান।
লিখুন- NU <space> MF <space> রোল নম্বর লিখে 16222 নম্বরে মেসেজ পাঠান।
ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।