এসএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট দেখার নিয়ম, যেভাবে SSC Marksheet দেখবেন
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ মার্কশিট দেখার নিয়ম, যেভাবে SSC Marksheet দেখবেন
এসএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট দেখার নিয়ম, যেভাবে SSC Marksheet দেখবেন জেনে নিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার রেজাল্ট রোববার (১২ মে) প্রকাশ করা হবে। এ দিন বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হবে। গত সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এসএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট কিভাবে দেখবেন বা বাহির করবেন তা জেনে নিন নিচের অংশ হতে।
এসএসসি রেজাল্ট ২০২৪
SSC পরীক্ষা গ্রহণের ৬০ দিন বা ২ মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশের রীতি অনুযায়ী ১২ মে, ২০২৪ তারিখ (রবিবার) এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রকাশিত হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এসএসসি রেজাল্ট ঘোষণা করবেন, তার আগে ১১টি বোর্ডের চেয়ারম্যান ফলাফলের কপি তার হাতে হস্তান্তর করবেন। যার পরে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সংবাদ সম্মেলনে রেজাল্টের বিস্তারিত তুলে ধরবেন। উল্লেখ্য যে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি, যা টানা ১ মাস ব্যাপী চলে গত ১২ মার্চ, ২০২৪ তারিখে সম্পন্ন হয়েছে।
এসএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট দেখার নিয়ম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর, পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীরা মার্কশিট সহ রেজাল্ট জানতে চায়। কারণ মার্কশিট সহ রেজাল্টে দেখা বা জানা যায় বিষয় ভিত্তিক নম্বর অর্থাৎ আপনি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন। সাধারণ এস এস সি পরীক্ষার ফল প্রকাশের ৬ থেকে ১০ ঘণ্টা পর মার্কশিট নাম্বার সহ রেজাল্ট জানা যায়। নিচের অংশে তুলে ধরা হল এসএসসি রেজাল্ট 2024 মার্কশিট দেখার নিয়ম সমূহ।
- প্রথমেই ওয়েব বাসিদ রেজাল্ট ওয়েবসাইটে প্রবেশ করুন: www.eboardresults.com
- আবার পরীক্ষার নাম এসএসসি/ দাখিল/ সমমান সিলেক্ট করুন
- তারপর পরীক্ষার সন, বোর্ডের নাম দিন
- এবার একক/ ডিটেস রেজাল্টে ক্লিক করুন
- ৪র্থ ধাপে রোল ও রেজিঃ নাম্বার জমা দিন
- ৪ সংখ্যার সিকিউরিটি কোড সমাধান করুন
- শেষ ধাপে ‘ভিউ রেজাল্ট’ বাটুনে ক্লিক করুন
রোল নাম্বার ও রেজিস্ট্রেশন দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৪ চেক করার নিয়ম
যেভাবে এসএমএসে SSC Result Marksheet 2024 দেখবেন
মোবাইল মেসেজের মাধ্যমেও সহজেই জানা বা চেক করা যাবে এসএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট নম্বর সহ।
এসএমএস ফরম্যাট:
“SSC [বোর্ডের কোড] [রোল নম্বর] [বছর]” লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
উদাহরণ:
ঢাকা বোর্ড: SSC DHA 123456 2024
বরিশাল বোর্ড: SSC BAR 123456 2024
চট্টগ্রাম বোর্ড: SSC CHI 123456 2024
কুমিল্লা বোর্ড: SSC CUM 123456 2024
দিনাজপুর বোর্ড: SSC DIN 123456 2024
যশোর বোর্ড: SSC JES 123456 2024
ময়মনসিংহ বোর্ড: SSC MYM 123456 2024
রাজশাহী বোর্ড: SSC RAJ 123456 2024
সিলেট বোর্ড: SSC SYL 123456 2024
মাদ্রাসা বোর্ড: SSC MAD 123456 2024
কারিগরি বোর্ড: SSC TEC 123456 2024
মূল্য: প্রতি এসএমএসের জন্য ২.৫০ টাকা খরচ হবে।