কর আপিল অঞ্চল-৩ ঢাকা নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৩ pdf (ফলাফল)
কর আপিল অঞ্চল-৩ ঢাকা নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৩ (ফলাফল)
কর আপিল অঞ্চল-৩ ঢাকা নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৩ pdf (ফলাফল) করুন অফিচিয়াল ভাবে প্রকাশের পর। আপনারা যারা কর আপিল অঞ্চল-৩ ঢাকা চাকুরীর নিয়োগ পরীক্ষা শেষে, রেজাল্ট বা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই আর্টিকেলে। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে কর আপিল অঞ্চল-৩ ঢাকা এর নিয়োগ প্রথম ধাপের লিখিত পরীক্ষা, যাতে অংশ গ্রহণ করে প্রায় ১ লাখের উপর প্রার্থী। আশা করা যাচ্ছে কর আপিল অঞ্চল-৩ ঢাকা এর নিয়োগ লিখিত পরীক্ষায় শতকরা ৩০% প্রার্থীকে সুযোগ দেওয়া হবে পরবর্তী ধাপের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য।
কর আপিল অঞ্চল-৩ ঢাকা পরীক্ষার ফলাফল ২০২৩
ঢাকা কর আপিল অঞ্চল-৩ রয়েছে কর অঞ্চল-৩, ঢাকার অধীনে যেখানে প্রতি বছর বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হয়ে থাকে। চলতি বছর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর অঞ্চল-৩, ঢাকা আপিল অঞ্চলে, তার ধারাবাহিকতায় ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে নিয়োগ পরীক্ষা।
কর আপিল অঞ্চল-৩ ঢাকা নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এখন আধীর আগ্রহ নিয়ে রয়েছে ফলাফল প্রকাশ করবে কবে এবং তা কোথায়? সাধারণত কর অঞ্চল-৩, ঢাকার অফিচিয়াল ওয়েবসাইটে এবং প্রার্থীদের আবেদনকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেই এই ফল জানিয়ে দেওয়া হবে।
কর আপিল অঞ্চল-৩ ঢাকা নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৩ pdf
গত ১৩ অক্টোবর, ২০২৩ তারিখ রোজ শুক্রবার গ্রহণ করা হয়েছে কর আপিল অঞ্চল-৩ ঢাকার বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা। যেখানে প্রথম ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত এই ৪টি বিষয় থেকে প্রণয়ন করা হয় মোট ৭০টি এমসিকিউ/ বহুনির্বাচনী প্রশ্ন।
এসকল প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর, কার্ট মার্ক তথা পাস মার্ক আলাদাভাবে উল্লেখ করা হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত কর আপিল অঞ্চল-৩ ঢাকা নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশের পর প্রার্থীদের ফলাফলের উপর ভিত্তি করে জানা যাবে কার্ট মার্ক। উল্লেখ্য যে, কর আপিল অঞ্চল-৩ ঢাকা পরীক্ষার রেজাল্ট অফিচিয়াল ভাবে ঘোষণা হবার পর এখানে পিডিএফ ফাইল ও জেপিজি ছবি আকারে প্রকাশ করা হবে।
আরও দেখুনঃ স্থাপত্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার রেজাল্ট
Tax Appeal Zone-3 লিখিত পরীক্ষার রেজাল্ট ও মৌখিক পরীক্ষার সময়সূচি
Tax Appeal Zone-3 এর প্রথম তথা প্রাথমিক ধাপে গ্রহণ করা হয় লিখিত পরীক্ষা, যার ফলাফল বা রেজাল্ট ১ সপ্তাহের মাঝেই প্রকাশ করা হবে। ১ম ধাপে গৃহীত লিখিত পরীক্ষার রেজাল্টের সাথেই আশা করা যাচ্ছে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ তথা সময়সূচি প্রকাশ করা হবে।
এছাড়াও যদি শুধুমাত্র লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়, সেইক্ষেত্রে কর অঞ্চল-৩, ঢাকা ওয়েবসাইট ও বিভিন্ন জাতীয় দৈনিকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।