সৌদি আরব রমজান ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি)
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি)
সৌদি আরব রমজান ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি) দেখে নিন এক নজরে। আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান আমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছে। পবিত্র এই মাসটিতে মুসলিম উম্মাহ ১টি মাস সিয়াম সাধনা করে থাকে মহান আল্লাহ্ তালার নৈকট্য লাভের আশায়। তাই রমজান মাসের রোজা পালনে জেনে নেওয়া প্রয়োজন সেহরি ও ইফতারের সময়সূচি। আজকের আর্টিকেলে আমরা তুলে ধরবো সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ এতে করে জানা যাবে সৌদি আরবের আজকের সেহরির শেষ সময় এবং ইফতারের টাইম।
সৌদি আরব রমজান ক্যালেন্ডার ২০২৫
২০২৫ সালের রমজান মাসের রোজা সৌদি আরবে কবে শুরু হবে? জানার লক্ষ্যে দেশটির সুপ্রিম কোর্ট স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দেয়। ছাড়াও দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির মিনিং রয়েছে এতে করে ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে, প্রথম রোজা শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার)। যার কারণে ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবে প্রথম রোজা শুরু হবে এটা ধরে নিয়ে সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সৌদি আরবের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ সহ, অন্যান্য শহর জেদ্দা, দাম্মাম, মক্কা, মদিনা, তাইফ, কাতিফ, হোবার, খোবার ও আল-আহসা এর সেহরি ও ইফতারের সময়সূচি পর্যায়ক্রমে তুলে ধরা হবে। আপনারা সকলে অবগত আছেন যে, সৌদি আরব খুবই বড় একটি দেশ। যার কারণে আঞ্চলিক অবস্থান ভেদে বিভিন্ন জায়গার সময় বা টাইম ভিন্ন রকমের। এতে করে আপনি যেখানে অবস্থান বা বসবাস করছেন, সেখানকার সেহরি ও ইফতারের সময়সূচি জানে নিতে হবে। এতে করে আপনি সৌদি আরবে অবস্থান করে সঠিক সময়ে সেহরি ও ইফতার করতে পারবেন।
আজকের সেহরির শেষ সময় ২০২৫ রিয়াদ, মক্কা, মদিনা, দাম্মাম, তায়েফ, তাবুক
আমরা জানি যে। প্রতিটি দিন সময় হয় একটু বাড়ে অথবা একটি কমে, যার কারণে আপনাকে জেনে নিতে হবে আজকের সেহরির শেষ সময়। কারণ প্রতিদিন ১ থেকে ২ মিনিট করে সময় কমা, বাড়া হয়ে থাকে। এছাড়াও সৌদি আরবের প্রতিটি শহরের দূরত্ব অনেক বেশি এতে করে দেশটির মাঝে সময়ের পার্থক্য বিস্তর। চলুন এক, এক করে জানা যাক আজকের রিয়াদ, মক্কা ও মদিনার সেহরির শেষ সময়। উল্লেখ্য যে, আজকে সৌদি আরবের রিয়াদে সেহরির শেষ সময় ভোর ৫ টা ৫ মিনিটে।
আজকের ইফতারের সময়সূচি 2025 সৌদি আরব
ইসলামিক দেশ গুলোর মধ্যে আমাদের সবার লক্ষ্য থাকে সৌদি আরবের দিকে, দেশটিতে এক ধরণের রোল মডেল মানা হয়। কারণ এই দেশের আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) এর জন্ম, এখানেই রয়েছে আমাদের কাবা সহ ইসলামের বড় বড় সকল সাহাবী, ইতিহাস। সেই সৌদি আরবের আজকের বিভিন্ন স্থানের ইফতারের সময়সূচি জেনে নিবো এক, এক করে। আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সৌদি আরবের প্রথম রোজার ইফতার হবে সন্ধ্যে ৬ টায়।