সৌদি আরবের মক্কা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি)
সৌদি আরবের মক্কার রমজানের ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি)
সৌদি আরবের মক্কা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি) জেনে নিন এখানে হতে। মক্কা সৌদি আরবের যে শহরটির প্রতিটি আনাচে, কানাচে জড়িয়ে রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তিদূত খাতামুন নাবিয়্যিন জনাবে মহানবী হযরত মুহাম্মদ সাঃ। এই আর্টিকেলে জানবো সেই পবিত্র ভূমি মক্কার রমজানের ক্যালেন্ডার ২০২৫ যার মতে সৌদি আরবের মক্কায় সেহরি ও ইফতারের সময়সূচি সহজেই জানা যাবে। সৌদি আরব এমনিতেই বিশ্বের মাঝে ১নং মুসলিম দেশ, যার কারণে প্রথম সব কিছু সেখানের খবর জানতে চায় মানুষ।
সৌদি আরবের মক্কা রমজানের ক্যালেন্ডার ২০২৫
২০২৪ সালের পবিত্র মাহে রমজানের চাঁদ সৌদি আরবে দেখা গেছে। যার ফলে মক্কা সহ পুরো সৌদি আরবে এবারের রমজানের রোজা শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) হতে। এতে করে ইতোমধ্যেই মক্কায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা জানতে চায় সৌদি আরবের মক্কার রমজানের ক্যালেন্ডার ২০২৫। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সৌদি আরবের সরকার আগাম ২৮ ফেব্রুয়ারি প্রথম রোজা ধরে মক্কার রজমানের ক্যালেন্ডার 2025 বানিয়েছে এবং দেশটি গণ মাধ্যমে প্রকাশ করা হয়।
মক্কা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
আপনি কি বর্তমানে মক্কায় অবস্থান করছেন? তাহলে আপনার জানা প্রয়োজনীয় সেখানকার সেহরি ও ইফতারের সময়সূচি। আমরা জানি যে, কাজের জন্য এবং উমরাহ্ পালনের লক্ষ্যে লাখ, লাখ বাংলাদেশী ভাই, বোনেরা সৌদি আরবের মক্কা‘তে গমন করেন।
যার ফলে তারা এখন মক্কাতেই পবিত্র রমজানের রোজা রাখবে বা সিয়াম পালন করবে। তাই তাদের মক্কার স্থানীয় সময় অনুসারে সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জেনে নিতে হবে।
- সৌদি আরব রমজান ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি)
- মদিনা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের সেহরি ও ইফতারের সময়সূচি)
- রিয়াদ রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের সেহরি ও ইফতারের সময়সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ মক্কা
পুরো বিশ্ব ইতোমধ্যেই জেনে গেছে চলতি বছরের মাহের রমজানের চাঁদ সৌদি আরবে দেখা গেছে। যার ফলে আজ ২৭ ফেব্রুয়ারি ভোরে সেহরি খেয়ে ২৮ ফেব্রুয়ারি দেশটি রোজা বা সিয়াম রাখতে হবে। যেহেতু সৌদি আরব বড় একটি দেশ, তাই বিভিন্ন অঞ্চল ভেদে ভিন্ন সময়ে সেহরির সময় নির্ধারিত হয়েছে। প্রথম রোজায় আজকের সেহরির শেষ সময় মক্কায় ভোর ৫ টা ২৭ মিনিটে।
মক্কার আজকের ইফতারের সময়সূচি 202৫
পবিত্র মক্কা নগরীতে রয়েছে ইসলামের দ্বিতীয় কিবলা কা’বা শরীফ, যেখানে উমরাহ এর পাশাপাশি জিলহজ্জ মাসের হজ্জ পালিত হয়। সেই মক্কাতে বিশেষ করে যেসকল বাঙ্গালীরা রয়েছে তারা রমজানের সিয়াম রাখার পরে জানতে চায়, ইফতারের সময়সূচি। মক্কায় আজকের ইফতারের সময় সন্ধ্যে ৬ টা বেজে ২৫ মিনিট।