ইতালি রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের সেহরি ও ইফতারের সময়সূচি)
ইতালি রমজান ক্যালেন্ডার ২০২৫ (আজকের সেহরি ও ইফতারের সময়সূচি)
ইতালি রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের সেহরি ও ইফতারের সময়সূচি) সকল শহরের জেনে নিন। বিশ্ব উন্নতম রাষ্ট্রের মধ্যে ইতালি অনেক এগিয়ে রয়েছে, যে দেশটি আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা থাকে। কারণ তারা কখনো বা কাজের জন্য আবার কখনও বা পড়াশুনার জন্য স্বপ্নের এই দেশে পারী জমান। তাদের জন্যই এই আর্টিকেলে তুলে ধরবো ইতালির রমজানের ক্যালেন্ডার ২০২৫, যা দেখে সহজেই বুঝতে পারবেন ইতালির সেহরি ও ইফতারের সময়সূচি 2025 সম্পর্কে।
ইতালি রমজান ক্যালেন্ডার ২০২৫
বর্তমানে আপনি কি ইতালিতে রয়েছেন? কারণ আমরা জানি যে প্রবাসীদের মধ্যে অনেকেই এই উন্নত দেশের বিভিন্ন শহরে থাকে। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের ন্যায় এবার ইতালিতে রমজানের চাঁদ দেখার পর রোজা শুরু হয়েছে।
এবার ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ইতালিতে রমজানের চাঁদ দেখার পর ২৮ ফেব্রুয়ারি (শনিবার) হতে রমজানের প্রথম রোজা শুরু হয়েছে। এবং এই তথ্যের আলোকে দেশটির জন্য অর্থাৎ ইতালির রমজানের ক্যালেন্ডার ২০২৫ দেওয়া হয়েছে।
ইতালির রোজার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
আমরা জানি যে, ইতালি খুবই বড় একটি দেশ যার রয়েছে বিশাল সব শহর। এই বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীরা বসবাস করে, যারা সেখানকার টাইম অনুযায়ী এবারের রমজানের রোজা রাখবে। তার জন্য আবশ্যিক ভাবে জেনে নিতে হবে ইতালির সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫। এতে করে কোন রকমের ভুলত্রুটি ছাড়াই আপনি ইতালির যেকোনো শহরে থেকেও সঠিক সময়ে সেহরি ও ইফতার গ্রহণ করতে পারবেন।
সৌদি আরবের মক্কা রমজানের ক্যালেন্ডার ২০২৫ (সেহরি ও ইফতারের সময়সূচি)
আজকের সেহরির শেষ সময় ২০২৫ ইতালি
দেশের মোট জনসংখ্যার মধ্যে মাত্র ২% এর মতো মুসলিম রয়েছে ইতালিতে। কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিমরা রয়েছে দেশটিতে। যারা পবিত্র মাহে রমজান শুরু হবার পর জানতে চায় ইতালিতে আজকের সেহরির শেষ সময় ভোর ৫ টা ২৯ মিনিটে।
আজ ইফতারের সময়সূচি ইতালি 2025
উপরের অংশে ইতোমধ্যেই জেনেছেন ইতালির রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। এবার জেনেও দেখে নিন ইতালির প্রধান শহর গুলোর রোম, মিলান, ভেনিস, নেপলস, তুরিন, পালেরমো, জেনোয়া, বোলোগনা, ফ্লোরেন্স, বারি এবং ক্যাটানিয়া আজকের ইফতার সন্ধ্যে ৬ টা ২২ মিনিটে। এবং আজ ইতালিতে এশার নামাজের আযান হবে রাত ৭ টা ৪১ মিনিটে।