কলেজে ভর্তি আবেদন ২০২৪ : অনলাইনে ফরম পূরণ পদ্ধতি, ফি, ভর্তির যোগ্যতা
কলেজে ভর্তি আবেদন ২০২৪ : অনলাইনে ফরম পূরণ পদ্ধতি, ফি, ভর্তির যোগ্যতা জানুন!
কলেজে ভর্তি আবেদন ২০২৪ অনলাইনে ফরম পূরণ পদ্ধতি, ফি, ভর্তির যোগ্যতা, বিজ্ঞপ্তি ও নীতিমালা জানুন এখান থেকে। আপনারা যারা সদ্য প্রকাশিত ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং একাদশ শ্রেণী তথা কলেজ ভর্তির আবেদন করতে চাচ্ছেন তাদেরকে এই আর্টিকেলে জানাই আমন্ত্রণ। কেননা এই আর্টিকেলে আমরা তুলে ধরব কলেজে ভর্তির আবেদন ২০২৪-২০২৫ যেখানে জানতে পারবেন একাদশ শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের পর তার নীতিমালা অনুসারে কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ফরম পূরণ পদ্ধতি, ভর্তি ফি, আবেদনের যোগ্যতা সহ সকল বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য।
কলেজে ভর্তি আবেদন ২০২৪
গত ১২ মে, ২০২৩ তারিখ রোজ রবিবার প্রকাশ করা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫৭৮জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের ৮০ দশমিক ৩৯ শতাংশ। উক্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শিক্ষার্থীরা এখন অপেক্ষায় রয়েছে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির বিজ্ঞপ্তি ২০২৪ এর জন্য। ইতোমধ্যেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫। যাতে উল্লেখ করা রয়েছে কলেজ ভর্তির আবেদন ২০২৪ এর সকল ধরনের প্রক্রিয়া।
কলেজ ভর্তির আবেদন করার নিয়ম 2024 অনলাইনে ফরম পূরণ পদ্ধতি
অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে কলেজ ভর্তির আবেদন অনলাইনে ফরম পূরণের পদ্ধতি সম্পর্কে। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (কলেজে) ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd। যেখানে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দেওয়া যাবে আবেদনে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে প্রকাশিত ফলাফলে।
একাদশ শ্রেণির ভর্তি ফি ও আবেদনের যোগ্যতা ২০২৪-২৫
আপনি কি একাদশ শ্রেণীর তথা কলেজ ভর্তি ফি ও আবেদনের যোগ্যতা সম্পর্কে জানতে চান? তাহলে এখন সঠিক ওয়েবসাইটেই অবস্থান করছে। আর্টিকেলের এই অংশে পচায়ক্রমে তুলে ধরা হলো একাদশ শ্রেণীর ভর্তি ফি ও আবেদনের যোগ্যতা সমূহ।
২০২২, ২০২৩, ২০২৪ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
বিদেশি কোন বোর্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা (২.১) এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ নীতিমালা, আবেদনের নিয়ম, পয়েন্ট
কলেজ ভর্তির আবেদন কবে থেকে শুরু?
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু ২৬ মে। অনলাইনে আবেদন চলবে ১১ জুন পর্যন্ত। এবারও একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া চলবে লটারিতে। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভর্তি করা হবে।
কলেজ ভর্তির আবেদনের শেষ তারিখ?
আপনারা সকলেই অবগত আছেন গত ২৬ মে রবিবার বিকাল ৪ টা থেকে শুরু হয়েছে চলতি বছরের কলেজ ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া। যা একটানা ১৬ দিন চলে শেষ হবে আগামী ১১ জুন, ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার রাত ১২ টায়।