ব্রাজিল বনাম স্পেন খেলা কবে ২০২৪ সময়সূচি, পরিসংখ্যান, লাইন আপ ও লাইভ
ব্রাজিল vs স্পেন খেলা কবে ২০২৪ সময়সূচি, পরিসংখ্যান, লাইন আপ ও লাইভ
ব্রাজিল বনাম স্পেন খেলা কবে ২০২৪ সময়সূচি, পরিসংখ্যান, লাইন আপ ও লাইভ দেখার নিয়ম জানুন অনলাইনে ও টিভি চ্যানেলে। বাংলাদেশে অবস্থানরত এবং প্রবাসী সকল বাঙ্গালী ভাইদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। যেখানে আমরা তুলে ধরবো ব্রাজিল জাতীয় ফুটবল দল বনাম স্পেন জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের সময়সূচি অনুসারে কবে, কখন ও কোথায়? এবং আজকের ব্রাজিল vs স্পেন খেলাটি কিভাবে সরাসরি লাইভ দেখতে পাবেন অনলাইন ও টিভি চ্যানেলে দেখে নিন।
ব্রাজিল বনাম স্পেন খেলা কবে ২০২৪ সময়সূচি
আপনি কি ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক? তাহলে এখন অবশ্যই জানতে চান ব্রাজিল বনাম স্পেন প্রীতি ম্যাচটি কবে? এবং বাংলাদেশের সময় অনুসারে ম্যাচটি কখন শুরু হবে? আপনারা জানেন যে ২০২৪ সালের ফিফা ফ্রেন্ডলী প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে খেলেছে ব্রাজিল। এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইউরোপের আরেক দেশ স্পেনের বিপক্ষে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও ফিফা দ্বারা প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় আগামী ২৭ মার্চ, ২০২৪ তারিখ রোজ বুধবার রাত ২টা ৩০ মিনিটে ব্রাজিল বনাম স্পেন প্রীতি ম্যাচটি এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম, স্পেনে অনুষ্ঠিত হবে।
ব্রাজিল বনাম স্পেন ম্যাচ হেড টু হেড পরিসংখ্যান ও লাইন আপ
ফুটবল বিশ্বে সব থেকে জনপ্রিয় ও নান্দনিক, ছন্দময় ফুটবল খেলে থাকেন ব্রাজিল জাতীয় ফুটবল দল। এছাড়াও ব্রাজিলের দখলে রয়েছে ৫টি বিশ্বকাপ ট্রফি, সব দিক থেকেই ফুটবলের সফলতম দলের নাম ব্রাজিল। অপরদিকে ২০১০ সালের ফিফা বিশ্বকাপ জয়ী স্পেন জাতীয় ফুটবল দলও রয়েছে দারুণ ফর্মে, যাদের রয়েছে অনেক গৌরবময় অর্জনও। ফিফার প্রীতি, বিশ্বকাপ সহ অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে ব্রাজিল ও স্পেন নিজেদের মধ্যে মোট ৯ বার মোকাবেলা করেছে।
যেখানে মুখোমুখি পরিসংখ্যানে বা হেড টু হেডে এগিয়ে রয়েছে ব্রাজিল ৫ জয় নিয়ে, অপরদিকে ২টি জয় স্পেনের এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। যার কারণে ২ দলই অর্থাৎ ব্রাজিল ও স্পেন দুজনেই জয়ের জন্য অ্যাটাকিং ফুটবল খেলতেই মাঠে নামবে। এতে করে এই ম্যাচে ব্রাজিলের লাইনআপ হতে পারে ৪-৩-২-১ এবং স্পেনের লাইন আপ হতে পারে ৪-৪-২।
ব্রাজিলের খেলা কবে ২০২৪ প্রীতি, কোপা ও বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের সময়সূচি
ব্রাজিল Vs স্পেন আজকের প্রীতি ম্যাচ লাইভ দেখায় উপায় অনলাইন ও টিভিতে
বাংলাদেশ, ভারত, কাতার, কুয়েত, ওমান, দুবাই/ আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে রয়েছে ব্রাজিল দলের অগণিত দর্শক। যারা প্রতিনিয়ত যেমন ব্রাজিল দলের খেলার খবর রাখে, তেমনিভাবে জানতে চায় আজকের ব্রাজিল vs স্পেন Brazil vs. Spain প্রীতি ফুটবল ম্যাচটি কোথায় ও কিভাবে লাইভ দেখা যাবে।
ব্রাজিল বনাম স্পেন প্রীতি খেলাটি বাংলাদেশের কোন স্পোর্টস টিভি চ্যানেলে সরাসরি লাইভ দেখানো হবে না। এতে করে আপনি ইন্ডিয়ান স্পোর্টস নেটওয়ার্ক স্টার ও সনি টিভিতে লাইভ দেখার পাশাপাশি, অনলাইনে ফিফা প্লাসে সাবস্ক্রিপশন কিনে সরাসরি লাইন উপভোগ করতে পারবেন ব্রাজিল, স্পেন ফুটবল খেলাটি।