আজকের ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভি
আজকের ব্রাজিল vs. উরুগুয়ে ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভি
আজকের ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভি এবং অ্যাপসে দেখার নিয়ম জেনে নিন। ফিফা কাতার বিশ্ব ২০২২ থেকে শুরু করে বর্তমান সময় একদমই ভাল কাটছে না, ব্রাজিলের। ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এমন কি কোপার গ্রুপ পর্ব কোথাও নিজেদের মান সম্মত ফুটবল খেলতে পারছে না ব্রাজিল। কারণ এবারের কোপা আমেরিকা আসরের গ্রুপ পর্বের ৩টি ম্যাচের মধ্যে মাত্র ১টি জয় পেয়েছে, বাকি ২টি ম্যাচেই ড্র করেছে।
এবার শুরু কোয়াটার ফাইনাল যাত্রা, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। শেষ দেখায় এই উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে বর্তমান কোপার রানারআপ ব্রাজিল। তাই ব্রাজিলের জন্য মোটেও সহজ হবে না উরুগুয়ে বাধা। জমজমাট ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে এবং আজকের এই খেলাটি লাইভ সরাসরি দেখার ও স্কোর আপডেট জানার নিয়ম দেখে নিন।
ব্রাজিল vs উরুগুয়ে কোপা আমেরিকা ম্যাচ ২০২৪
৪৮ তম কোপা আমেরিকা আসরের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে গত ৩ জুনাই, ২০২৪ তারিখে। যার পর শুরু হয়েছে পরবর্তী ধাপের অর্থাৎ কোয়াটার ফাইনাল। যেখানে ইতোমধ্যেই প্রথম ২টি কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবার পালা সি ও ডি গ্রুপের কোয়াটার ফাইনলা, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে ২ হেব্বি জায়েন্ট ব্রাজিল বনাম উরুগুয়ে। বাংলাদেশ সময় আজ ০৭ জুলাই, ২০২৪ তারিখ (রবিবার) সকাল ০৭ টায় ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালেজিয়েন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে। আজকের ব্রাজিল, উরুগুয়ে ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে ব্রাজিল জাতীয় ফুটবল দল, যদিও এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন আনতে হবে কোচের কারণ ২ ম্যাচে কার্ডের কারণে ভিনিসিউস জুনিয়র।
ব্রাজিল বনাম উরুগুয়ে ফুটবল ম্যাচ লাইভ স্কোর আপডেট 2024
কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে ফুটবলের সব থেকে জনপ্রিয় ল্যাটিন আমেরিকার ২টি দেশের লড়াই। যেখানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। বর্তমানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সময় মোটেও ভাল যাচ্ছে না, অপরদিকে উরুগুয়ে রয়েছে সুপার ফর্মে। কারণ উরুগুয়ে গ্রুপ পর্বের ৩টি ম্যাচেই জয় পেয়েছে, ব্রাজিল সেইদিক থেকে পিছিয়ে। তারপরও ব্রাজিলের সমর্থকরা মুখীয়ে রয়েছে ম্যাচটির জন্য। এতে করে তারা ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের লাইভ স্কোর আপডেট ও সর্বশেষ খবর জানতে বা পেতে চায়। ব্রাজিল বনাম উরুগুয়ে ফুটবল কোপা আমেরিকা খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধের শেষ বাঁশি বাঁজা পর্যন্ত ম্যাচের সর্বশেষ খবর পেতে রিফ্রেশ করুন।
ব্রাজিল vs উরুগুয়ে কোপা আমেরিকা আজকের খেলার লাইভ স্কোর
আজকের ব্রাজিল বনাম উরুগুয়ে খেলা সরাসরি লাইভ অনলাইন, টিভি চ্যানেলে
বাংলাদেশ, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া ও দুবাই সহ প্রবাসী বাঙ্গালী ভাইয়েরা যে দেশেই থাক না কেন। তারা সর্বদায় প্রিয় দল ব্রাজিলের ম্যাচ গুলো উপভোগ করে থাকে, কখনও বা টিভি সেটের সামনে আবার কখনও বা অনলাইনে অথবা মাঠে বসে। বাংলাদেশের এক মাত্র স্পোর্টস টেলিভিশন চ্যানেল টি’স্পোর্টসে ব্রাজিল বনাম উরুগুয়ে কোপা আমেরিকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। তবে আপনি অন্য যেকোনো দেশ হতে অনলাইনে ফিফা+ টিভির সাবস্ক্রিপশন কেনার ও ফক্স স্পোর্টস ও ফুবো টিভির মাধ্যমে সরাসরি লাইভ এইচডি উপভোগ করতে পারবেন Brazil বনাম Uruguay আজকের ফুটবল খেলাটি।