Admission Result

BUP ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ [সকল ইউনিট] বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ [সকল ইউনিট] বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

BUP ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ [সকল ইউনিট] বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি পরীক্ষার মেধা ও অপেক্ষামান তালিকা PDF ডাউনলোড করুন। আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশ করা হতে পারে চলতি বছরের BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট। আপনারা সকলেই অবগত আছেন যে, ইতোমধ্যেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির লক্ষ্যে BUP এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার ফলাফল তথা রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা। এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো বিইউপি ভর্তি ফলাফল বা মেধা তালিকার রেজাল্ট কবে, কখন দিবে এবং তা কিভাবে PDF ডাউনলোড করবেন।

BUP ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪

২০২৩-২৪ শিক্ষাবর্ষের BUP ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ ও ২০ জানুয়ারি, ২০২৪ তারিখে। যেখানে ৪টি অনুষদের এই ভর্তি পরীক্ষা সকাল এবং বিকালের ২টি শিফটে নেওয়া হয়েছে। যেখানে ২০ জানুয়ারি সকাল ১০:০০ থেকে ১১:০০ টা পর্যন্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ও বিকাল ৩:০০ থেকে ৪:০০ টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৩০টি কেন্দ্রে নেওয়া হয়েছে এবারের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি পরীক্ষা। আশা করা যাচ্ছে দ্রুত উত্তর পত্র মূল্যায়ন শেষে ২-৩ দিনের মাঝেই BUP ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ করা হবে।

BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ [সকল ইউনিট]

বিগত বছরের ন্যায় এবারও BUP এর ৪টি অনুষদের বিপরীতে ১৮টি অনার্স প্রোগ্রাম রয়েছে, যার বিপরীতে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ১২৫০টি। এই সকল আসনের বিপরীতে এবার কয়েক গুণ বেশি আবেদন পরেছে, তাই আশা করা যাচ্ছে এবার BUP ভর্তি পরীক্ষার রেজাল্টে মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকার শিক্ষার্থী সংখ্যাও অনেক হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদ সহ সকল অনুষদের মেধা তালিকার রেজাল্ট প্রণয়ন করা হয় ৪টি বিষয়ের উপর ভিত্তি করে। ১০০ নম্বরের এই পরীক্ষায় লিখিত অংশে রয়েছে ৬৫%, মৌখিক পরীক্ষায় ১৫% এবং এসএসসি ও সমমানের রেজাল্টে ১৫% এবং এইচএসসি ও সমমানের রেজাল্ট ৫%। উল্লেখ্য যে, উপরে উল্লেখিত বিষয়ের উপর ভিত্তি করেই BUP ভর্তি পরীক্ষার মেধা ও অপেক্ষামান তালিকা প্রস্তুত করা হবে।

Unit Name:

Merit list:

Waiting List:

Faculty of Science & Technology (FST)

PDF Download

PDF Download

Faculty of Security & Strategic Studies (FSSS)

PDF Download

PDF Download

Faculty of Arts & Social Sciences (FASS)

PDF Download

PDF Download

Faculty of Business Studies FBS (BBA)

PDF Download

PDF Download

Faculty of Business Studies FBS (MBA)

PDF Download

PDF Download

বিইউপি ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

বিইউপি তথা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এমন অনেক শিক্ষার্থীই জানে না রেজাল্ট দেখার নিয়ম। সাধারণত আপনি অনলাইনের মাধ্যমে নিচের দেখানো পদ্ধতি অনুসারন করে সহজেই চেক করতে পারবেন BUP ভর্তি রেজাল্ট।

  • প্রথমেই BUP এর অফিচিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন: admission.bup.edu.bd/Admission/Login
  • এবার ডান পাশের লগইন মেনুতে ক্লিক করুন
  • তারপর ইউজার নাম ও পাসওয়ার্ড দিন
  • এখন ক্যাপচা কোডটি সমাধান করে ‘সাবমিট’ বাটুনে ক্লিক করুন

ক্যাডেট কলেজ ভর্তি ফলাফল ২০২৪ > ৭ম শ্রেণিতে ভর্তি লিখিত পরীক্ষার রেজাল্ট

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তির ফলাফল ২০২৪

সাধারণত শূন্যআসন সংখ্যার প্রায় ৩ গুণ বেশি শিক্ষার্থীকে মেধা ও অপেক্ষামান তালিকায় রাখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। এতে করে মেধা তালিকা হতে কেউ মৌখিক (ভাইভা) পরীক্ষায় বাদ পরে এবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয় না, সেক্ষেত্রে পরবর্তীতে অপেক্ষামান তালিকা হতে সুযোগ দেওয়া হয়। তাই বলা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তির ফলাফল প্রকাশের পর জানা যাবে কতজন শিক্ষার্থী চান্স পেল এবং পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে।

Academyresultbd

AcademyResultBD is the brainchild of an education enthusiast dedicated to simplifying academic success. Follow us on social media for real-time updates, news, and more.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button