এমবিবিএস ভর্তি ফলাফল ২০২৪ মার্ক, স্কোর, মেরিট লিস্ট ও পজিশন
মেডিকেল এমবিবিএস ভর্তি ফলাফল ২০২৪ মার্ক, স্কোর, মেরিট লিস্ট ও পজিশন
এমবিবিএস ভর্তি ফলাফল ২০২৪ মার্ক, স্কোর, মেরিট লিস্ট ও পজিশন জেনে নিন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ ১১ ফেব্রুয়ারি রোজ রোববার দুপুরের পরে। আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট/ ফল ঘোষণা করবেন বলে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশের পর টেস্ট মার্ক, মেরিট স্কোর ও পজিশন এবং কলেজ নাম দেখবেন তার পদ্ধতি সমূহ।
এমবিবিএস ভর্তি ফলাফল ২০২৪
২০২৩-২০২৪ সেশনের এমবিবিএস ভর্তি ফলাফল ২০২৪ আজ দুপুর আড়াইটার মধ্যে প্রকাশ হতে চলেছে। এর আগে গত ০৯ই ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে চলতি বছরের মেডিকেল এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ন্যায় এবারও ১৯টি কেন্দ্রের ৪৫টি ভ্যেনুতে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা, যা বেলা ১১ টায় শেষ হয়েছে। এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় নম্বর ছিল ১০০। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। এবং ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থেকে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে। মোট শূন্য আসনের ভিত্তিতে সরকারী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আসন প্রতি লড়ছে গড়ে ১৯ জন শিক্ষার্থী।
তিনি জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩.০০%), মেয়ে ৩ হাজার ৬৮ জন (৫৭.০০%)। এ বছর মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৯২.৫।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ মার্ক, স্কোর, মেরিট লিস্ট ও পজিশন
আর কিছুক্ষণের মধ্যে প্রকাশ হতে চলেছে বহুল প্রতীক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ যার অপেক্ষায় রয়েছে লাখের উপর শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। প্রথম ধাপের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি হতে ১০০+১০০ নম্বর নিয়ে মোট ৩০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রণয়ন করা হবে। যেখানে এবারও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ন্যায় লিখিত ধাপের ১০০ নম্বরের পরীক্ষায় পাস মার্ক নির্ধারিত হয়েছে ৪০ নম্বর। সেই অনুযায়ী কোন শিক্ষার্থী যদি লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পায় সে অকৃতকার্য হবে এবং মেধা ও অপেক্ষমান তালিকায় যুক্ত হবে না। উল্লেখ্য যে, মোট ৩০০ নম্বরের উপর ভিত্তি করে (সাথে সকল কোটায়) মেধা ও অপেক্ষমান তালিকার রেজাল্ট দেওয়া হবে। সেখানে আপনি আপনার নাম, টেস্ট স্কোর, মেরিট লিস্ট, পজিশন ও কলেজের নাম সহ বিস্তারিত জানতে পারবেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ pdf (মেধা ও অপেক্ষমান ফলাফল)
মেডিকেল MBBS এডমিশন ফল 2024 পিডিএফ ডাউনলোড
MBBS (Medical Admission Test) এডমিশন টেস্টের ফল 2024 প্রকাশ করা হয়েছে। যেখানে মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থী সরকারী ৩৭টি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে ভর্তি হবার সুযোগ পাবেন। এছাড়াও যারা পাস করেছেন তাদের মেরিট পজিশন অনুসারে দেশের ৬৭টি বেসরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন। এই মেধা তালিকা বা মেরিট লিস্টের বাহিরে অপেক্ষমান তালিকা হতেও পরবর্তীতে ক্রমান্বয়ে সুযোগ মিলবে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী একই সাথে সকল মেডিকেল কলেজে ভর্তির জন্য চয়েস দিতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা পূরণ করা না গেলে সেই আসনে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে (এবার জেলা কোটা বাতিল করা হয়েছে)।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ, যেভাবে জানা যাবে ফল
ভর্তিচ্ছু এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর ওয়েবসাইটে ফল জানতে পারবেন। সেখানে গিয়ে একটি বক্সে এমবিবিএস পরীক্ষার রোল নম্বর সাবমিট করলে বিস্তারিত ফল জানা যাবে। এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও মেডিকেল ভর্তি ফলাফল বিষয়ক নোটিশ প্রকাশ করা হবে। যেসকল শিক্ষার্থীরা উত্তীর্ণ হবেন, তাদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।