[প্রস্তুতি] মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ প্রশ্ন ব্যাংক পদ্ধতি, মান বন্থন, সাজেশন
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ প্রশ্ন ব্যাংক, পদ্ধতি, মান বন্থন, সাজেশন
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ প্রশ্ন ব্যাংক, প্রশ্ন পদ্ধতি, মান বন্থন, চূড়ান্ত সাজেশন দেখে নিন। ইতোমধ্যেই আপনারা অবগত আছেন যে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরকারী ও বেসরকারী মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩-২৪ প্রকাশ করা হয়েছে। গত ৯ জানুয়ারি, ২০২৪ তারিখে মেডিকেল এমবিবিএস করসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার অনলাইনে আবেদন দাখিল শুরু হয় ১১ জানুয়ারি থেকে এবং শেষ হয় ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ। এবং অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড তারিখ দেওয়া হয় ৫ থেকে ৭ ফেব্রুয়ারি। আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে চলতি বছরের মেডিকেল এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা, যার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রশ্ন ব্যাংক, প্রশ্ন পদ্ধতি
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ প্রশ্ন ব্যাংক
আপনি কি চলতি বছর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেল এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া একজন প্রার্থী? তাহলে অবশ্যই পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে বিগত সালের প্রশ্ন ও প্রশ্ন ব্যাংক দেখে নিতে চান। কারণ মেডিকেল সহ সকল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন ব্যাংক ও সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই অংশে তুলে ধরবো ২০১১ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান। এই প্রশ্ন ব্যাংকের মাধ্যমে আপনারা জানতে পারবেন মেডিকেল ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য-উপাত্ত।
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ প্রশ্ন পদ্ধতি ও মান বন্থন প্রণালী
জীবনে প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এমন অনেক শিক্ষার্থীই জানেনা প্রশ্ন পদ্ধতি, ধরণ বা মার্ক বন্থন প্রণালী সম্পর্কে। তাই তারা যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভাল ফলাফল করতে চায়, এসব বিষয় জানা আবশ্যক। চলুন বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সিলেবাস হতে জেনে নিবো কিছু তথ্যাবলী। সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের মাঝে অনুষ্ঠিত হয়, যেখানে ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকলো এটা লিখিত ধাপের পরীক্ষা বলে বিবেচিত। এই ১০০টি এমসিকিউ প্রশ্ন মোট ৫টি বিষয় হতে প্রণয়ন করা হবে। জীববিজ্ঞান ৩০, পদার্থ বিজ্ঞান ২০, রসায়ন ২৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকে।
নম্বর কর্তন
২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট নম্বর (এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ+এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ+ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ০৫ নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বৎসরের সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট-এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মােট প্রাপ্ত নম্বর থেকে ১০ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে। লিখিত (এমসিকিউ) পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
পাশ নম্বর
লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতেই হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
মেডিকেল এমবিবিএস কোর্সে ভর্তির প্রস্তুতি ও চূড়ান্ত সাজেশন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা। তাই শেষ সময়ে অনেক শিক্ষার্থীই চাইবে চূড়ান্ত সাজেশন অনুসারন করতে পরীক্ষায় ভাল ফল বয়ে আনতে। তাদের উদ্দেশে আমরা বলতে চাই শেষ সময়ে আসে রিভিশন দেওয়া খুব জরুরী। কারণ একমাত্র ভালো রিভিশনই পারে পরীক্ষায় সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে। নিচের অংশে উদ্ভাস, উন্মেষ ও রেটিনার মতো কোচিংয়ের কিছু চূড়ান্ত সাজেশন তুলে ধরা হল।
সাধারণ জ্ঞান: যেকোনো সাধারণ জ্ঞানের বই থেকে বাংলাদেশ বিষয়াবলি শেষবারের মতো দেখে নাও।
ইংরেজি: বিগত বছরগুলোতে মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্রে যেসব বিষয়ের ওপর ইংরেজি প্রশ্নগুলো (যেমন Voice, Narration, Synonym, Antonym, Correction, Spelling, Preposition, Phrase & Idioms ইত্যাদি) সেগুলো সমাধান করার পাশাপাশি ভালো কোনো গ্রামার বই থেকে ওই বিষয়গুলো আরও বিস্তারিত পড়তে হবে।
পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গাণিতিক সমস্যা: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য বিগত ১০ বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর বারবার রিভিশন দিতে হবে। এই কয়দিন শুধু বইয়ের দাগানো তথ্যগুলো রিভিশন দিতে হবে।